নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয় কেন?

উত্তর: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তনের মাত্রা খুবই কম হয় বলে এরূপ দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয় ।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন— চাল, ডাল, তেল, লবণ প্রভৃতির চাহিদা অস্থিতিস্থাপক। কারণ এসব দ্রব্যের দাম বাড়লেও চাহিদা বিশেষ কমে না, আবার দাম কমলেও চাহিদা বিশেষ বাড়ে না। তাই এসব দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক।