গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ঊর্ধ্বমুখী হয় কেন?
উত্তর: মানুষের নিত্যব্যবহার্য এমন কিছু দ্রব্য রয়েছে, যা ব্যবহার না করলে জীবনধারণ অসম্ভব হয়ে পড়ে। যেমন- চাল, কাপড়, লবণ, তেল, আলু ইত্যাদি। এসব দ্রব্যের দাম বাড়লে ক্রয়ের পরিমাণ অনেক সময় বেড়ে যায়। এক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না। এক্ষেত্রে দামের সাথে গিফেন দ্রব্যের চাহিদার সমমুখী সম্পর্কের কারণে চাহিদা রেখা বামদিক থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয় ।