আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে দ্রব্য দুটির প্রকৃতি কীরূপ?

উত্তর: আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে দ্রব্য দুটি পরস্পর পরিবর্তক দ্রব্য হবে। দুটি সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে একটির দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে অন্যটির চাহিদার আপেক্ষিক বা শতকরা পরিবর্তন ঘটে। এ দুই অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে । চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে দ্রব্যদ্বয়ের সম্পর্ক পরিবর্তক হবে। যেমন- চা, কফি।