Cr অবস্থান্তর মৌল কেন?

আমরা জানি যেসব মৌলের স্থিতিশীল আয়নের ইলেক্ট্রন বিন্যাসে অপূর্ণ d অরবিটাল থাকে তাদের অবস্থান্তর মৌল বলে। Cr(24) এর স্থিতিশীল আয়ন হলো Cr3+, এর ইলেক্ট্রন বিন্যাস নিম্নরূপ-
Cr(24) = 1s2 2s22p6 3s23p63d4 4s2
Cr3+(24) = 1s2 2s22p6 3s23p63d3
যেহেতু, Cr(24) এর স্থিতিশীল আয়নে অপূর্ণ d অরবিটাল আছে, সুতরাং Cr একটি অবস্থান্তর মৌল।

আরও পড়ুন-

Zn অবস্থান্তর মৌল নয় কেন

Sc অবস্থান্তর মৌল নয় কেন

অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠন করে কেন?