একটি আদর্শ উদ্ভিদকোষ কি কি নিয়ে গঠিত?
একটি আদর্শ উদ্ভিদকোষ প্রধানত নিম্নলিখিত অঙ্গ ও অঙ্গাণু নিয়ে গঠিত।
- কোষ প্রাচীর
- কোষঝিল্লি
- সাইটোপ্লাজম। এতে থাকে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, গলগি বডি, লাইসোসোম, কখনও সেন্ট্রোসোম, গ্লাইঅক্সিজোম, মাইক্রোটিউবিউল্স ইত্যাদি ক্ষুদ্রাঙ্গ এবং কোষগহ্বর।
- নিউক্লিয়াস (এতে আছে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমোসোম) এবং
- কোষস্থ নির্জীব বস্তু (সঞ্চিত খাদ্য, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ)।