পরিপূরক দ্রব্য কাকে বলে?

উত্তর: দুটি দ্রব্যের মধ্যে একটির ভোগ বৃদ্ধির জন্য যদি অন্যটির ভোগ বৃদ্ধির প্রয়োজন হয়, তবে দ্রব্য দুটিকে একে অপরের পরিপূরক বলে । যেমন- কোন পরিবারে যদি চালের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় তাহলে জ্বালানীর প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাবে। এখানে চাল এবং জ্বালানী পরিপূরক দ্রব্য।