CO2 ও H2O এর বন্ধনকোণ ভিন্ন কেন?

CO2 এর কেন্দ্রীয় পরমাণু কার্বনে কোন মুক্তজোড় ইলেক্ট্রন নেই ফলে কোন বিকর্ষণও নেই তাই CO2 অনু সরলরৈখিক। অন্য দিকে H2O এর কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনে দুইজোড়া মুক্ত জোড় ইলেক্ট্রন থাকায় এই মুক্তজোড় ইলেক্ট্রন সমূহ এবং O-H বন্ধন ইলেক্ট্রনের মধ্যে বিকর্ষণের ফলে পানির অনুর আকৃতি ইংরেজি V এর মত হয় এবং H-O-H বন্ধন কোনের মান হয় 104.5o