অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন সমস্যা দেখা যায় কেন?
উত্তর: সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে অভাবের নির্বাচন সমস্যাটি উদ্ভূত। স্বল্প সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য নির্বাচিত অভাব পূরণের ক্ষেত্রে সে সম্পদের বিকল্প ব্যবহার করতে হয়। এ অবস্থায় মানুষকে অভাবের তীব্রতা অনুযায়ী সম্পদের ব্যবহার বাছাই করতে হয়। এভাবে অনেক অভাবের মধ্য থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাবের বাছাইকে নির্বাচন বলে। অধ্যাপক বেনহাম যথার্থই বলেছেন, “মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়।