টেরিডোফাইটার বৈশিষ্ট্য লিখ
টেরিডোফাইটার বৈশিষ্ট্য নিম্নরুপ-
- এরা অপুষ্পক ও অবীজী উদ্ভিদ।
- প্রধান দেহটি স্পোরোফাইট বা রেণুধর অর্থাৎ ডিপ্লয়েড (2n)।
- গ্যামিটোফাইট পর্যায়কে প্রোথ্যালাস বলে, যা থ্যালাস প্রকৃতির।
- এদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়।
- এদের ভান্ডুলার টিস্যু আছে।
- ভ্রুণ সৃষ্টি হয়।
- অধিকাংশ প্রজাতিতে কাণ্ড রাইজোম-এ রূপান্তরিত হয়।
- স্পোরোফাইটে স্পোর উৎপন্ন হয়, যা সম (homo-sporous) বা অসম (heterosporous) আকারের হতে পারে।
- এদের জননাঙ্গ বহুকোষী এবং জননাঙ্গের চারদিকে বন্ধ্যাকোষের বেষ্টনী থাকে।
- এদের পুংগ্যামিট সচল এবং অ্যান্থেরিডিয়ামে উৎপন্ন হয়।
- এদের স্ত্রীগ্যামিট নিশ্চল এবং আর্কিগোনিয়ামে উৎপন্ন হয়।
- জীবনচক্রে সুস্পষ্ট হিটারোমরফিক জনুক্রম বিদ্যমান।