কস্টিক সোডা এবং কস্টিক পটাশ কাকে বলে?
উত্তর: সোডিয়াম হাইড্রোক্সাইড কে কস্টিক সোডা বলে। কস্টিক সোডার সংকেত NaOH
কস্টিক সোডা একটি বর্ণহীন, দানাদার পদার্থ। এটি পানিতে অত্যন্ত দ্রবনীয়। কস্টিক সোডা পানিতে দ্রবীভূত হওয়ার সময় প্রচুর তাপ উৎপন্ন হয়। এমনকি বিষ্ফোরণও হতে পারে। কস্টিক সোডা জৈব দ্রাবক যেমন ইথারে অদ্রবনীয়।
কস্টিক সোডার প্রস্তুত প্রণালী
ক্লোরো অ্যালকালি প্রনালীর মাধ্যমে NaCl এর ইলেক্ট্রোলাইসিসের মাধ্যমে কস্টিক সোডা প্রস্তুত করা হয়-
2NaCl + 2H2O → Cl2 + H2 + 2NaOH
কস্টিক সোডার ব্যবহার
সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা ব্যবহার নিম্নরুপ-
১। সাবান, রেয়ন, কাগজ, বিস্ফোরক পণ্য, রং এবং পেট্রোলিয়াম পণ্য তৈরি করতে।
২। সুতির কাপড় প্রক্রিয়াকরণ
৩। ধাতু পরিষ্কার এবং প্রক্রিয়াকরণ
৪। অক্সাইড আবরণ, ইলেক্ট্রোপ্লেটিং
৫। ইলেক্ট্রোলাইটিক নিষ্কাশন
৬। পরীক্ষাগারে রিএজেন্ট হিসেবে বহুল ব্যবহার হয়।
পটাশিয়াম হাইড্রোক্সাইড কে কস্টিক পটাশ বলে। এর সংকেত KOH