অর্থনীতিতে ‘মজুত’ ও ‘যোগান’ কী এক হতে পারে?

অর্থনীতিতে ‘মজুত’ ও ‘যোগান’ দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়।কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণ হলো মজুত। কিন্তু কোনো নির্দিষ্ট সময়ে বিক্রেতা কোনো নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে অর্থনীতির ভাষায় ওই দ্রব্যের যোগান বলে। দাম বাড়লে মজুত হ্রাস পায় কিন্তু মজুতের যে অংশ যোগানরূপে গণ্য হয় তা কোনো নির্দিষ্ট সময় ও দামের প্রেক্ষিতে নির্ধারিত হয়। এক্ষেত্রে দাম বাড়লে যোগান বাড়ে। মজুত ধারণাটি স্থির অর্থে ব্যবহৃত হয়।

মজুত ও যোগান সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

যোগান বিধি কী?