সাম্যাংক Kp বা Kc এর মান কি শূন্য হতে পারে?

যেহেতু একটি উভমুখি বিক্রিয়া কখনও সম্মুখ ও পশ্চাৎ কোন দিকেই সম্পূর্ণরূপে সম্পন্ন হয় না এই সাম্যাবস্থায় সব সময়ই উৎপাদ এবং অপরিবর্তিত বিক্রিয়ক অবশিষ্ট থাকে। তাই সাম্যাংক Kc এবং, Kp এর মান ঘনমাত্রা বা আংশিক চাপের অনুপাত হিসেবে অবশ্যই একটি ধনাত্মক রাশি। অর্থাৎ সাম্যাংক Kp বা Kc এর মান কখনও শূন্য হতে পারে না। যেমন- A+B  = C + D উভমুখি বিক্রিয়াটির জন্য-

Kc = [C][D]/[A][B]

Kc শূন্য হতে হলে [C] অথবা [D] বা [C][D] এর মান শূন্য হতে হয়। কিন্তু সাম্যাবস্থায় এটি সম্ভব নয়। কারণ এর অর্থ হলো বিক্রিয়াস্থলে উৎপাদ নেই। অর্থাৎ বিক্রিয়া একমুখি হয়ে গেছে। এটি উভমুখিতায়/সাম্যাবস্থায় সম্ভব নয়।

Related post-

সাম্যাংক Kp বা Kc এর মান কি অসীম হতে পারে?