Best Wifi Amplifier Price in Bangladesh 2023

ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের অন্যতম বড় একটি অসুবিধা হলো এটি একটি নির্দিষ্ট পরিসরের ভেতরে কাজ করে৷ এর বাইরে ধীরে-ধীরে ইন্টারনেট স্পিড কমতে থাকে, এবং এক পর্যায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়৷ 

অধিকাংশ ক্ষেত্রেই, আমাদের ওয়াইফাই রাউটারটি থাকে বাসার কোনো এক কোণে, কিন্তু আমাদের কাজ করতে হয় ওয়াইফাই রাউটার থেকে মোটামোটি অনেকটাই দূরে৷ ফলে স্বভাবতই স্পিড ড্রপ করার কথা৷ 

সমস্যা গুরুতর নয়, তবে বিরক্তিকর! আর এই বিরক্তির অবসান ঘটাতে পারে একটি ওয়াফাই এপ্লিফায়ার! 

কিন্তু কোন এমপ্লিফায়ারটি কিনবেন?  কেনো কিনবেন? কি দেখে কিনবেন? 

ওয়াইফাই এপ্লিফায়ারের বাজার মূল্য এবং স্পেসিফিকেশন ও সুযোগ-সুবিধা বিবেচনা করে নিম্নের এই ৫ টি এপ্লিফায়ার হতে পারে আপনার জন্য সেরা ওয়াইফাই এপ্লিফায়ার৷ 

Xiomi wifi amplifire pro 300 MBPS 

ব্র‍্যান্ডঃ Xiomi

স্পেসিফিকেশনঃ

  • স্পিড-৩০০ এমবিপিএস
  • ফ্রিকুয়েন্সি- ২.৪ গিগাহার্জ
  • ইউ এস প্লাগ
  • কাভারেজ- ৮০ বর্গ মিটার 
  • এন্টিনা- ২টি 
  • ম্যাক্স ডিভাইস-৬৪ টি ডিভাইজ৷ 

দামঃ ১১৯০৳

ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ

খুবই স্টাইলিশ একটা এম্পলিফায়ার৷ এটি কেবল মাত্র ব্ল্যাক ভেরিয়েন্টে বাজারে এভিলেবল৷ কাভারেজ প্রায় ৮০ বর্গ মিটার৷ এক সাথে সর্বোচ্চ ৬৮ ডিভাইজকে ব্রডব্যান্ড কানেকশনের সাথে কানেক্ট করা সম্ভব৷ 

যদি রাউটারে কোনো ধরণের অসুবিধা না থেকে থাকে তাহলে অনায়াসে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহার করা সম্ভব৷ 

Tp-link AC1750 wifi range amplifier 

ব্র‍্যান্ডঃ টিপি-লিংক

স্পেসিফিকেশনঃ

  • ওয়াইফাই স্পিড-৩০০ এমবিপিএস
  • ফ্রিকুয়েন্সি-২.৪ গিগাহার্জ/৫ গিগাহার্জ
  • কাভারেজ-১৮০ বর্গ মিটার
  • ম্যাক্স ডিভাইজ-১২৮ টি ডিভাইজ

দামঃ ১৮৫০৳ 

ইউজার এক্সপেরিয়েন্স ও স্পেসিফিকেশনঃ

খুবই ইউনিক একটি ওয়াফাই এমপ্লিফায়ার৷ কেননা এতে এন্টিনা নেই৷ কিছুটা বেলনাকার৷ দুইটি ফ্রিকুয়েন্সিতে এভিলেবল। ৫ গিগাহার্জ এবং ২.৪ গিগাহার্জ৷ তবে কাভারেজ ১৮০ বর্গমিটার৷ বাজেট অনুপাতে অনেকটাই বেশী৷ ১২৮ টি ডিভাইজ একসাথে যুক্ত করা যাবে সরাসরী ব্রডব্যান্ড সংযোগের সাথে৷ 

Tenda A9 wireless N300 Universal range wifi extender 

ব্র‍্যান্ডঃ টেন্ডা 

স্পেসিফিকেশনঃ

  • স্পিডঃ ৩০০ এমবিপিএস 
  • ফ্রিকুয়েন্সি- এভারেজ ২.৪৫ গিগাহার্জ
  • ইউ এস প্লাগ
  • কাভারেজ- ১৫০ বর্গ মিটার
  • ম্যাক্স ডিজাইজ ১০০ টি ডিভাইজ
  • পাওয়ারঃ ১৬০ ডিবিএম

দামঃ ১৮৫০৳ 

ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ 

আকারে বেশ বড়সড়! যদিও রঙিন দেওয়ালে বেশ মানানসই দেখায়৷ তবে স্পিড ড্রপের কিছু অসুবিধে রয়েছে৷ এটিকে কানেক্ট করার জন্য একটি এপ্লিকেশন রয়েছে৷ যেটিতে তুলনামূলক কম্পলিসিটি অনেক বেশী৷ কাজে নতুন ইউজারদের খানিকটা অসুবিধে হতে পারে৷ সব মিলিয়ে যথেষ্ট স্মার্ট একটি গ্যাজেট৷ 

AX 1710 wifi 6 Range amplifier 

ব্র‍্যান্ডঃ টিপি লিংক

স্পেফিসিকেশনঃ

  • স্পিডঃ ৫২৭ এমবিপিএস/১২০১ এমবিপিএস
  • ফ্রিকুয়েন্সি-২.৪ গিগাহার্জ /৫ গিগাহার্জ
  • ম্যাক্স ডিভাইজ – ৬৪টি ডিভাইজ কাভারেজ-১৪০ বর্গ মিটার 
  • বোল্ড এন্টিনা

দামঃ ২৫৯৯৳

ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ

যদি এর স্ট্রাকচার নিয়ে বলতে হয়, তো বলা যায়, এটি বেশ বড়৷ মোটামোটি একটি ওয়াফাই রাউটারের সমান৷ এবং এন্টিনাগুলিও যথেষ্ট বড়৷ 

তবে, স্পিড এবং ফ্রিকুয়েন্সি বিবেচনায় এটি বেশ মানসম্পন্ন একটি এপ্লিফায়ার৷ মোটামোটি ১৪০ বর্গ মিটার এরিয়া কাভারেজের মধ্যে আনতে সক্ষম৷ একসাথে যুক্ত করা যাবে ৬৪টি ডিভাইজ৷ স্পিড ড্রপের বিন্দুমাত্র অসুবিধে দেখা যায়নি৷ 

AC1200 Wi-Fi Range Extender

ব্র‍্যান্ডঃ রক স্পেস 

স্পেসিফিকেশনঃ 

  • স্পিডঃ ৩০০ এমবিপিএস
  • ফ্রিকুয়েন্সি-২.৪ গিগাহার্জ 
  • ম্যাক্সিমাম ডিভাইজ – ৩২ টি ডিভাইজ 
  • কাভারেজ-১২০ বর্গ

ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ

খুবই বেসিক ডিভাইজ, তবে ওজন তুলনামূলক বেশী৷ সর্বোচ্চ ৩২ টি ডিভাইজ যুক্ত করা সম্ভব৷ তবে সবচেয়ে ভালো বিষয় হলো, স্পিড ড্রপের সামান্য অসুবিধে হয় না। মোবাইল এপ্লিকেশনটি যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি! 

ওয়াইফাই এমপ্লিফায়ার কেনার পূর্বে যে বিষয়গুলো মাথায় রাখবেনঃ 

একটি ওয়াফাই এমপ্লিফায়ার দিয়ে আপনি খুব সহজেই অনেক বড় একই এরিয়া ওয়াই-ফাই কাভারেজের মধ্যে আনতে সক্ষম হবেন। তবে একটি ওয়াফাই এমপ্লিফায়ার কেনার পূর্বে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমনঃ 

কাভারেজঃ

ঠিক কি পরিমান জায়গা ওয়াইফাই কাভারেজের ভেতরে আনা প্রয়োজন তার উপর নির্ভর করে ওয়াফাই-এমপ্লিফায়ার কেনা প্রয়োজন। যদি পরিসর ছোটো হয়, তবে অধিক কাভারেজের এমপ্লিফায়ার কেনার প্রয়োজন নেই। 

ডিভাইজ সংখ্যাঃ 

যে এমপ্লিফায়ার অধিক ডিভাইজ কানেক্ট করার করতে পারে, সেই এমপ্লিফায়ারের দাম তুলনামূলক বেশী। সে কারণে ডিভাইজ সংখ্যা একটি ফ্যাক্টর হতে পারে। যদি ডিভাইস সংখ্যা কম হয়ে থাকে তবে শুধু শুধু হাই বাজেট এমপ্লিফায়ার কেনা অনর্থক ! 

এমপ্লিফায়ার স্পিডঃ

ব্যবহারকারীর চাহিদার ওপর নির্ভর করবে, ঠিক কত স্পিডের এমপ্লিফায়ার কেনা প্রয়োজন। বাজারের অধিকাংশ এমপ্লিফায়ার ৩০০ এমবিপিএস বা তার অধিক স্পিড প্রোভাইড করে থাকে। 

একটি ওয়াইফাই এপ্লিফায়ার সত্যি ম্যাজিক্যাল একটি গ্যাজেট ! এটি টিপিক্যাল ওয়াইফাই রাউটারের কাভারেজ সিমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করে। তবে এমপ্লিফায়ার কেনার পূর্বে,চাহিদা মোতাবেক টেকসই ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগে প্রদানে সক্ষম এমন একটি এমপ্লিফায়ার বেছে নিতে হবে।