Best Water Heater Price in Bangladesh
শীতকাল দরজায় কড়া নাড়ছে। শীতকাল আমাদের সবারই পছন্দের ঋতু। আবহাওয়া বেশ ঠান্ডা-ঠান্ডা থাকে,কম্বল মুড়ি দিয়ে দিব্যি বিছানায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। চারিদিকে পিঠা-পুলি খাবার ধুম পড়ে যায়। তবে সবার পছন্দের এই সময়টায় সবচেয়ে অপছন্দের কাজ হলো ঠান্ডা পানি দিয়ে গোসল করা।অনেকে পানি গরম করার ঝামেলায় যেতে চাননা।
মূলত তাদের জন্যই সর্বাপেক্ষা সহজ সমাধান হলো একটি ওয়াটার হিটার । ওয়াটার হিটারের দাম একেকটার একেকরকমের । তবে চাইলেই মাথা খাটিয়ে বাজেটের ভেতরে বেস্ট ওয়াটার হিটার বের করে ফেলা সম্ভব।
নিচে এমনই ৩ টি সেরা ওয়াটার হিটর যা এই শীতে আপনাকে জোগাবে আরামদায়ক গরম পানির উষ্ণতা ।
Midea D30-15A – Geyser / Water Heater 30L – White
ব্র্যান্ডঃ মিডিয়া
স্পেসিফিকেশনঃ
- ক্যাপাসিটি-১৫০ লিটার
- তিন লেয়ারের এনামেল ইনার ট্যাংক
- এক্সট্রা লার্জ কপার হিটার এলেমেন্ট
- এন্টি ড্রাই হিটিং প্রটেক্টর
- ৬০% এনার্জি সেভিং
- আর্থ লিকেজ সার্কিট ব্রেকার
- ফাস্ট হিটিং টেকনোলজি
- ১৫০০ ওয়াট
- সর্বোচ্চ বিদ্যুৎ খরচঃ প্রতি ঘন্টায় ৭.৫ টাকা।(১ ইউনিট=৫ টাকা)
গ্যারান্টি ও ওয়ারেন্টিঃ ৩ বছরের কপার কয়েল ও ৫ বছরের বডি ওয়ারেন্টি
দামঃ ১২০০০৳
ইউজার এক্সপেরিয়েন্স ও স্পেসিফিকেশনঃ
খুবই সুন্দর ডিজাইনের, দেওয়ালে ঝুলিয়ে রাখবে বেশ মানানসই দেখায় । ফাস্ট হিটিং টেকনোলজি থাকায় পানি গরম হতে নামমাত্র সময়ের প্রয়োজন পড়ে ।
৬০% এনার্জি সেভিংস হওয়ায়, বিদ্যুৎ খরচ অনেক কম।
Horizon Electric Instant Hot Water Shower-Blue and white
এটি মূলত একটি সাওয়ার,টিপিক্যাল ওয়াটার হিটার থেকে আলাদা ।
ব্র্যান্ডঃ Horizon
স্পেসিফিকেশনঃ
- ইন্সট্যান্ড ওয়াটার হিটিং প্রসেস
- ৭৫% এনার্জি সেভিংস
- ১৭ ইঞ্চি ফ্লেক্সিবল প্লাস্টিক পাইপ
- কানেক্টর
- হ্যাঙার
- ২ ইঞ্চি সিকিউরিটি লক
- ৩০০০
- সর্বোচ্চ বিদ্যুৎ খরচঃ প্রতি ঘন্টায় ১৫৳ (প্রতি ইউনিট ৫৳)
ওয়ারেন্টি ও গ্যারান্টিঃ নেই
দামঃ মাত্র ৭৫০৳
ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউ
সহজভাবে বলতে গেলে এই সাওয়ারে নিচে আপনি গরম পানি দিয়ে গোসল করতে পারবেন, যেটি ইন্সট্যান্ড আপনার জন্য গরম করে সরবরাহ করা হবে। বেশ চমৎকার একটি প্রোডাক্ট। তবে বিদ্যুৎ খরচ তুলনামূলক বেশী । এছাড়াও অবশ্যই সেফটির একটি বিষয় জড়িত আছে।
Horizon Hot shower water heater-white
ব্র্যান্ডঃ Horizon
স্পেসিফিকেশনঃ
- 3X টেম্পারেচর সেটিংস
- ফ্রি আর্ম পাইপ (১৪ ইঞ্চি)
- সেফটির জন্য ১৭ ইঞ্চির একটি ওয়্যার হার্ননেস
- ৩ টি পাওয়ার সেটিংস সেলেক্টর- যথাক্রমে – ১৮৭০ ওয়াট , ৩২০০ ওয়াট,৪৫০০ ওয়াট
- বিল্ট ম্যাটারিয়াল- এ বি এস প্লাস্টিক
- সর্বোনিম্ন বিদ্যুৎ খরচ- প্রতি ঘন্টায় ৯.৭৫৳ (প্রতি ওয়াট ৫৳)
- সর্বোচ্চ বিদ্যুৎ খরচ ২২.৫৳ (প্রতি ওয়াট ৫৳)
- ৪০ আম্পিয়ায়ারের সার্কিট ব্রেকার
গ্যারান্টি/ওয়ারেন্টিঃ ৫ মাসের অফিসিয়াল গ্যারান্টি
দামঃ ৯৯৯৳
ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ
বাজারের অন্যসকল ইন্সট্যান্ড হট সাওয়ারের চেয়ে এখানে বেশ কয়েকটা ফিচার্স যুক্ত আলাদাভাবে যুক্ত করা হয়েছে। এছাড়া ইন্সটলমেন্ট একদমই সহজ। সেফটির বিষয়টিতে অনেক বেশী গুরুত্বারোপ করেছেন এটির নির্মাতা প্রতিষ্ঠান হরিজন। পানি গরম হয়ে গেলে শর্ট সার্কিটের বিন্দুমাত্র ভয় নেই। সব মিলিয়ে যথেষ্ট ভালো একটি প্রোডাক্ট ।
কিভাবে ওয়াটার হিটার(গিজার ওয়াটার হিটার) ইন্সটল করতে হয়?
- একটু মজবুত এবং ত্রুটিহীন দেওয়াল বাছায় করুন। স্ট্যান্ডগুলোকে বা ফোমগুলোকে দেওয়ারের সাথে লাগিয়ে নিন। অনেকক্ষেত্রে ওয়াটার হিটার দেওয়ালে লাগানোর ব্যবস্থা নাও থাকতে পারে, সেক্ষেত্রে স্ট্যান্ডগুলোকে মাটির সমান্তরালে স্থাপন করুন । মিডিয়া ব্র্যান্ডের ৩০ লিটার ক্যাপাসিটি সম্পন্ন ওয়াটার হিটার দেওয়ালে স্থাপন করতে পারলেও, ৫০ লিটার,৫০ লিটার বা ৮০ লিটারের ওয়াটার হিটার দেওয়ালে স্থাপন করা সম্ভব নয় । কেননা ক্ষেত্রবিশেষে তুলনামূলক ভারী বস্তুর ভার,দেওয়াল সহ্য নাও করতে পারে,অথবা কোনো ক্ষয়-ক্ষতি হবার আশঙ্কা থাকতে পারে।
- যে সকল ওয়াটার হিটারকে দেওয়া ঝুলিয়ে রাখা হয় সেগুলোর দুইটি প্রান্ত থাকে। একটা লাল এবং অপরটি নীল । লাল প্রান্তে গরম পানির জন্য এবং নীল প্রান্ত ঠান্ডা পানির জন্য। লাল প্রান্তকে ওপরে এবং নীল প্রান্তকে নিচের দিকে করে দেওয়ালে এডজাস্ট করতে হবে।
- সেফটি বালবটি যুক্ত করতে হবে ঠান্ডা পানির প্রান্তের সাথে।
হিটার ইনস্টল করার সময় মাথায় রাখতে হবে
- প্রথমে কল ছেড়ে দিয়ে সব বাতাস বের করে নিতে হবে এবং এটি পানি পূর্ণ করতে হবে।
- ম্যানুয়াল কার্ডে দেখানো নিয়ম অনুসারে ইন্সটল করতে হবে,তা না হলে কয়েল নষ্ট হয়ে যেতে পারে।
- যদি ব্যবহারকারীর বাসা এক তলায় হয়ে থাকে , এবং ওয়াটার হিটার হতে পানির উচ্চতা অনেক বেশী হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে দেওয়া এটি ইন্সটল না করার পরামর্শ থাকবে। উচ্চতা বেশী হওয়ার কারণে চাপের পরিমান বেড়ে যেতে পারে, ফলে ওয়াটার হিটারের ক্ষতি সাধণ হতে পারে।
ওয়াটার হিটারের নিরাপত্তা এবং কিছু বিষয় যা জানা অত্যন্ত জরুরী
বাসা-বাড়িতে আমরা যেসকল ইন্সট্যান্ড ওয়াটার হিটার সাওয়ার ব্যবহার করে থাকি,তার ভেতরে মূলত থাকে দুইটি অংশ। একটি সুইচ মেকানিজমের এবং অপরটি হিটিং কয়েলের। বাজারে কিছু কিছু সাওয়ার রয়েছে যেখানে সুইচ মেকানিজমের সাথে হিটিং কয়েলের সরাসরী সংযোগ দেওয়া থাকে কোনো ধরণের সার্কিট ব্যবহার করা ছাড়াই! এটি অবশ্যই একটি ভয়ের বিষয় !
কাজেই বাজার থেকে সাওয়ার কেনার পূর্বে এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং অবশ্যই অনলাইন থেকে অথবা অভিজ্ঞ কারো সহযোগিতায় ভেতরের গঠন সম্পর্কে নিশ্চিত হতে হবে।
তবে এদিক থেকে যথেষ্ট নিরাপদ গিজার ওয়াটার হিটার !কেননা এতে কয়েক স্তর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবুও জেনে রাখা প্রয়োজনঃ
- গিজার ওয়াটার হিটার চালু অবস্থায় কল খোলা রাখবেন না – এতে করে দুর্ঘটনা ঘটতে পারে। ব্যবহার করার পূর্বে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে নিতে হবে।
- প্রতি বছর শীতের মৌসুমে ওমান সরকার বেশ ঘটা করে ওয়াটার হিটার ব্যবহার করার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে জনসাধারণকে অবগত করে। বিগত বছর সংশ্লিষ্ট কতৃপক্ষ ওয়াটার হিটার ব্যবহারের ক্ষেত্রে নতুন পদ্ধতির কথা জানিয়েছে। যেখানে বলা হয়েছে –
- ওয়াটার হিটারের পানির তাপমাত্রা কখনোই ৬০ ডিগ্রী সেলসিয়াসের বেশী করা যাবে না ।
- বিদ্যুৎ সংযোগ ঠিক ভাবে দেওয়া রয়েছে কিনা সেটি নিশ্চিত করতে হবে।
- নিয়মিত ওয়াটার হিটার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।
- নিয়মিত রক্ষনা-বেক্ষন করতে হবে।
জীবনের চেয়ে দামী আর কিছুই হতে পারে না। বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রযাত্রার ফলে আমরা আমাদের দৈনন্দিক জীবনে নানারকম সুবিধা ভোগ করি বটে, কিন্তু ভুলে গেলে চলবে না – যন্ত্রপাতি কোনো মানুষ নয় ! ওয়াটার হিটার একটি বৈদ্যুতিক যন্ত্র। যেখানেই বিদ্যুৎ,সেখানেই নিরাপত্তার বিষয় চলে আসে। কাজে অবশ্যই ওয়াটার হিটার কেনার পূর্বে ভালো মানসম্পন্ন এবং বিশ্বস্ত ব্র্যান্ডের ওয়াটার হিটার কিনতে হবে।এবং সেগুলোর রক্ষনা-বেক্ষনে অবশ্যই যত্নশীল হতে হবে।