Best USB Bluetooth Adepter Price in Bangladesh!

ডেস্কটপ কম্পিউটারে বিল্ট-ইন ভাবে বেশ কয়েকটি যন্ত্রাংশ অনুপস্থিত থাকে। যার মধ্যে ব্লুটুথ নেটওয়ার্ক ইন্টারফেস একটি। আর তাই ব্লুটুথের মাধ্যমে ডেস্কটপে ডেটা ট্রান্সফারের জন্য প্রয়োজন পড়ে ব্লুটুথ এডাপ্টারের। 

ব্লুটুথ এডাপ্টারগুলোর ভেতরে ইউএসবি এডাপ্টারের সুবিধা সর্বাধিক। আকারে ছোটো,পকেটে পুরে ঘোরা যায়,সুবিধা মতো পিসির সাথে কানেক্ট করা যেতে পারে।

ব্লুটুথ এডাপ্টার কেনার পূর্বে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। তার পাশাপাশি স্পেসিফিকেশন,ট্রান্সমিশন ডিস্টেন্স ইত্যাদি বিষয়ও ভেবে দেখতে হবে। এইসকল বিষয় বিবেচনা করে নিম্নে সেরা ৫টি ব্লুটুথ এডাপ্টারের স্পেসিফিকেশন,দাম এবং ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে আলোচনা করা হলো। 

Bluetooth USB Adapter CSR 4.0 USB Dongle

ব্র্যান্ডঃ zexmte

স্পেসিফিকেশনঃ 

স্পিড৩ এমবিপিএস
ট্রন্সমিশন ডিস্টেন্স ১০ মিটার
ব্লুটুথ ভার্সন
এডাপ্টার ক্লাসসেকেন্ড
কম্পেটিবিলিটিউইন্ডোজ অপারেটিং সিস্টেম

দামঃ ১০১৳

ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ 

অডিও ট্রান্সমিশন অনেক দ্রুত করা সম্ভব। লো এনার্জি কনজাম্পশন,ইন্সটলমেন্ট অনেক সহজ। বেশ ভালো ডাটা ট্রান্সমিশন রেট।তবে কেবলমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহারযোগ্য।  লো বাজেটের ভেতরে ভালো কিছু! 

Baseus USB Bluetooth Adapter Bluetooth 5.0 For PC

ব্র্যান্ডঃ Basues

স্পেসিফিকেশনঃ 

স্পিড৫ এমবিপিএস
ট্রন্সমিশন ডিস্টেন্স ২০ মিটার
ব্লুটুথ ভার্সন
এডাপ্টার ক্লাসফ্রাস্ট
কম্পেটিবিলিটিউইন্ডোজ অপারেটিং সিস্টেম

দামঃ ৪৭০৳

ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ

অনেক গুড লুকিং ডিজাইন,এবং যেকোনো পিসির সাথে বেশ মানানসই । ট্রান্সমিশন ডিস্টেন্স প্রায় ২০ মিটার,তবে ১০-১৫ মিটার দূরে স্পিড অনেকটাই কমে যায়-বলতে গেলে ১০ ভাগের ১ ভাগ। এটি কেবল ব্লুটুথ-৫ ভার্সনের সাথে যুক্ত করা সম্ভব। 

Hoco USB Bluetooth 5.0 Dongle Receiver

ব্র্যান্ডঃ Hoco

স্পেসিফিকেশনঃ 

স্পিড৫ এমবিপিএস
ট্রন্সমিশন ডিস্টেন্স ২২-২৪ মিটার
ব্লুটুথ ভার্সন
এডাপ্টার ক্লাসসেকেন্ড
কম্পেটিবিলিটিউইন্ডোজ,লিনাক্স এবং অন্যান্য

দামঃ ২৯৯

ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ

মাত্র ৩০০৳’র ভেতরে যে কয়টি ইউএসবি ব্লুটুথ এডাপ্টার রয়েছে তার মধ্যে এটি সেরা। ওজন মাত্র ২ গ্রাম। প্লাস্টিক বিল্ট,তবে তা ভাঙার সাধ্য কার! উইন্ডোজ,লিনাক্স সহ আরো কয়েটি অপারেটিং সিস্টেমে ব্যবহারের উপযোগী। দাম অনুপাতে ট্রান্সমিশন ডিস্টেন্স ও স্পিড অনেকটাই বেশী। 

ORICO BTA-608 Bluetooth 5.0 Adapter

ব্র্যান্ডঃ ORICO

স্পেসিফিকেশনঃ 

স্পিড৫ এমবিপিএস
ট্রন্সমিশন ডিস্টেন্স ১৫-১৭ মিটার
ব্লুটুথ ভার্সন
এডাপ্টার ক্লাসফ্রাস্ট
কম্পেটিবিলিটিউইন্ডোজ-৭,৮,৯

দামঃ ৫৪০

ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ

ব্লুটুথ এডাপ্টারটির মূল আকর্ষণ মূলত এই ডিজাইনে। ওপরের ঠিক মাঝখানের দিকটায় একটি স্মুথ পাওয়ার বাটন রয়েছে। অনেকটা ফিঙর-প্রিন্ট লকের মতো। ফাইল ট্রান্সফার করা সম্ভব অনেক দ্রুত। তবে দাম অনুপাতে ট্রান্সমিশন ডিস্টেন্সটা বেশী হওয়া উচিত ছিলো বলে মনে হয়। 

USB 4.0 Bluetooth V4.0 Dongle Adapter for Pc Laptop – Black

ব্র্যান্ডঃBright Star

স্পেসিফিকেশনঃ 

স্পিড৩ এমবিপিএস
ট্রন্সমিশন ডিস্টেন্স ২০ মিটার
ব্লুটুথ ভার্সন
এডাপ্টার ক্লাসসেকেন্ড
কম্পেটিবিলিটিউইন্ডোজ অপারেটিং সিস্টেম,লিনাক্স

দামঃ১৩৫৳ 

ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ

এটি একটি ‘U” শেপের ইউএসবি ব্লুটুথ এডাপ্টার। দাম অনুপাতে ট্রান্সমিশন ডিস্টেন্স অনেক বেশী। এবং চাইলে উইন্ডোজ,লিন্যাক্স যেকোনো অপারেটর সিস্টেমের পিসিতে ব্যবহার করতে পারবেন। যদিও বিল্ট-ম্যাটারিয়ালস কতটুকু টেকসই সে বিষয় সন্দেহ রয়েছে। তবে মাত্র ১৩৫ টাকায় এটি অসাধারণ একটি ইউএসবি ব্লুটুথ এডাপ্টার। 

একটি ইউএসবি ব্লুটুথ এডাপ্টার কেনার পূর্বে অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজনঃ

  যদিও ইউএসবি ব্লুটুথ এডাপ্টার খুবই ছোট্টো একটি বস্তু,দামও খুব একটা আহামরী না। কিছু বিষয় অবশ্যই জানা প্রয়োজন। কেননা পিসির জন্য কোন ব্লুটুথ এডাপ্টার প্রয়োজন,সেটি না জানা থাকলে শুধু-শুধু টাকা গচ্চা যেতে পারে। যেমনঃ

ব্লুটুথ ভার্সনঃ

অধিকাংশ ইউএসবি ব্লুটুথ এডাপ্টার,ব্লুটুথ-৪ বা ব্লুটুথ-৫ ভার্সন সাপোর্টেড।আর তাই ব্লুটুথ এডাপ্টার কেনার পূর্বে অবশ্যই ডিভাইসের ব্লুটুথ ভার্সনের ব্যাপারে নিশ্চিত হতে হবে। 

অপারেটিং সিস্টেমঃ 

যদিও অধিকাংশ ব্লুটুথ এডাপ্টার উইন্ডোজ অপারেটিং সিস্টেম সাপোর্টেড,তবুও স্পেসিফিকেশন থেকে ব্লুটুথ এডাপ্টারের সাপোর্টেড অপারেটিং সিস্টেমগুলো দেখে নেওয়া প্রয়োজন। ব্লুটুথ এডাপ্টার যদি নির্ধারিত অপারেটিং সিস্টেম সাপোর্টেড না হয়ে থাকে,তবে তা পিসিতে কাজ করবে না । 

ট্রান্সমিশন ডিস্টেন্সঃ

ট্রান্সমিশন ডিস্টেন্স বাড়লে স্পিড হ্রাস পায়,তবে প্রয়োজনের খাতিরে অনেক সময় দূর থেকে ডেটা ট্রান্সফারের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে অধিক ট্রান্সমিশন ডিস্টেন্সের ব্লুটুথ এডাপ্টার ব্যবহার করা ভালো। যেসকল ব্লুটুথ এডাপ্টারের ট্রান্সমিশন ডিস্টেন্স ১০ মিটারের বেশী,সেসকল এডাপ্টার একজন ব্যবহারকারীর কাছে সবচেয়ে বেশী প্রাধান্য পায়।