Best Torch Lite in BD 2023
রাতের অন্ধকারে একটি টর্চ লাইট, নিজের রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে। আর তাই নিরাপত্তার স্বার্থে রাতের বেলা একটি টর্চ লাইট সাথে রাখা প্রয়োজন। অনেকে মোবাইলের টর্চ ব্যবহার করেন বটে। কিন্তু ঝকঝকে ও অনেক বেশী আলো পেতে হলে টর্চ লাইটের জুড়ি মেলা ভার।
দাম,আলোর তীব্রতা ও ব্যাটারি লাইফের উপর ভিত্তি করে নিচে সেরা ৫ টি টর্চ লাইট সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো।
Garberiel Flash light And Telescopic Zoom Torch Light xpe+cob light energy saving
ব্র্যান্ডঃ গ্যারবেরিয়েল
স্পেসিফিকেশনঃ
- বিল্ট ইন ব্যাটারি
- লাইট সোর্সঃ XPE+COB
- জুম ইন,জুম আউট ফিচার্স
- থ্রি মুড ( স্ট্রং, শার্প, সাইড)
- মেটালিক বডি
দামঃ মাত্র ২১০৳
ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ
ঝকঝকে আলো,যে আলোতে ব্যবহারকারীরা তাদের ৩০ মিটারের মধ্যে থাকা যেকোনো অবজেক্টকে অনেক ভালো ভাবে দেখতে পারবেন। এছাড়া সাইড লাইট বলে একটি লাইট রয়েছে, যেটি দিয়ে পড়া-লেখার কাজ করা যেতে পারে। যেমনটা কি আমরা সবাই জানি যে, লোড সিডিং এর সময়টায় এটি শিক্ষার্থীদের অনেক কাজে দেবে। সাথে রয়েছে একটি ইউ এস বি পোর্ট। তবে আকারে অনেক ছোটো।বিধায় খুব একটা কার্যকর কিছু বলে মনে হয় না। কেননা এখন সবার বাসাতেই এমন ২-৩টি ইউএসবি পোর্ট রয়েছে।ব্যাটারী লাইফ আনুমানিক ২ ঘন্টা।
মজার বিষয় হচ্ছে যে টর্চটি অনেক শক্ত-পোক্ত একটি বক্স-এর ভেতর বক্সের ভেতর দেওয়া রয়েছে। যেটি শতমিটার উপর থেকে লাইট সমেত ফেলে দিলেও ভাঙ্গার সুযোগ নেই।
SuperRide Torchlight Longer Distance Adventure Handheld Torch Light
ব্র্যান্ডঃ সুপার রাইড
স্পেসিফিকেশনঃ
- এল ই ডি লাইট
- ১৪০০ এম এ এইচের একটি বিল্ট ইন ব্যাটারি
- মেটালিক বডি
- ওয়াটার প্রুফ টেকনোলজি
দামঃ মাত্র ৯২০৳
ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ
এটি তাদের সবচেয়ে বেশী কাজে আসবে যারা ট্রাভেল বা এডভেঞ্চার করতে ভালোবাসেন। রাতের অন্ধকারে প্রায় ১০০ মিটার দূরের কোনো কিছু খুব সুস্পষ্টভাবে দেখা সম্ভব। একবার ফুল রিচার্জ করে নিলে ৩-৪ ঘন্টা অনায়াসে কাটিয়ে দেওয়া সম্ভব। এছাড়া বক্স কন্টেনার হিসেবে একটি ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। এটি অবশ্য বেশ লম্বা। সম্পূর্ণ চার্জ হতে সময় প্রয়োজন পড়বে ১ ঘন্টা। এর মেটানিক বডির কারণে,ভেঙ্গে যাওয়া বা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। এবং সবচেয়ে বড় বিষয় হলো,এটি দুর্দান্ত,পরিষ্কার- যাকে বলে একদম ক্রিস্টাল ক্লিয়ার আলো দিতে সক্ষম।
Cripo High power headlamps hunting headlight camping head torch light led head lamp
ব্র্যান্ডঃ Cripo
স্পেসিফিকেশনঃ
- সুপার ব্রাইট ক্রি এল ই ডি
- ওজন ১৮৪ গ্রাম
- ইলাস্টিক ব্যান্ড উইথ ক্যারিয়ার
- ডেডিকেটেড ব্যাটারী স্লট
- এডজাস্টেবল জুম
- ম্যাটারিয়াল-ABS
দামঃ ৬৫৫৳
ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউ
এটিকে বলা হয়ে থাকে হেডল্যাম্প। যদিও এর বহুমুখী ব্যবহার রয়েছে,। এটি মূলত সংযোগ দেওয়া হয়ে থাকে একটি কট এবং একটি ব্যাটারী স্লটের মাধ্যমে । অর্থাৎ ব্যবহারকারীকে দুটি লিথিয়াম পেন্সিল ব্যাটারী(2*18650 li battery) ব্যবহার করতে হবে।
একটি ইলাস্টিক ব্যান্ডের সাথে এটি লাইটটি সংযুক্ত থাকে। এই ব্যান্ডটি মাথায় পড়তে হয়। যারা এডভেঞ্চার করতে পছন্দ করেন, অথবা দুর্গম রাস্তায় চলাচল করতে চান তারা এটিকে ব্যবহার করতে পারেন। এছাড়াও গুহা বা দুর্গম কোনো সুরঙ্গ পথে প্রবেশের জন্যেও ব্যবহার করা যায়। এমনিতে চাইলে ব্যান্ড থেকে খুলে হাতে ধরেই ব্যবহার করতে পারেন।
প্রায় আনুমানিক ২০০ মিটার দূরে যেকোনো কিছু খুবই সুস্পষ্টভাবে দেখা সম্ভব। তবে বিল্ট ইন ব্যাটারী না থাকার কারণে ঘন-ঘন ব্যাটারী পরিবর্তন করতে হবে।
JY SUPER LIGHT WITH BACK SMOKE LIGHT JY-1710
ব্র্যান্ডঃ JY
স্পেসিফিকেশনঃ
- এল ই ডি লাইট
- বিল্ট ইন ব্যাটারী
- ইউ এস বি পোর্ট
- স্লাইড লকার
দামঃ ২৭০৳
ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ
মাত্র ২৭০৳’র ভেতরে খুবই হ্যান্ডসাম একটি টর্চ লাইট। সে কারণে হাতে টর্চ লাইট থাকলেও কেও সেকেলে বলবে না । ইউ এস বি পোর্ট রয়েছে একটি। এবং বক্স কন্টেন্ট হিসেবে রয়েছে একটি ইউএসবি পোর্ট।ব্যাটারি লাইফ প্রায় ২-৩ ঘন্টা। তবে আলো চারিদিকে ছড়িয়ে যায় বিধায়,অল্প জায়গার ভেতরে প্রত্যেকটি অবজেক্ট চোখে পড়লেও, বেশী দূরত্বের বস্তু খুব একটা দেখা যায় না ।
Mini Rechargeable LED Torch Light (SD-8670) Maroon
ব্র্যান্ডঃ SDGD
স্পেসিফিকেশনঃ
- এল ই ডি লাইট
- বিল্ট ইন ব্যাটারী
- পাওয়ার সুইচ
- প্লাস্টিক বডি
- ইউ এস বি পোর্ট
দামঃ ১৮০৳
ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ
যারা একদমই বেসিক লেভেলের একটি টর্চ খুজছেন তাদের জন্য এটি সাজেস্ট করা যেতে পারে। খুবই বেসিক কিছু ফিচার্স রয়েছে এতে, তবে দুর্দান্ত আলো দিতে সক্ষম।এবং শুধু তাই নয়,বেশ খানিকটা জায়গা লাইট কভারেজের মধ্যে আনা সম্ভব। দাম অনুপাতে অসাধারন!
টর্চ লাইট কে আবিষ্কার করেন? টর্চ লাইটের ইতিহাস-
১৮৭৯ সালে সর্বপ্রথম টমাস আলভা এডিসন টর্চ লাইট আবিষ্কার করেন। পরবর্তীতে ১৮৯৯ সালে ড্রাই সেল ও ছোটো আকৃতির লাইট বাল্ব আবিষ্কারের মধ্যে দিয়ে টর্চ লাইট উদ্ভাবিত হয়। ধীরে-ধীরে বাড়তে থাকে এর ব্যবহার। পরবর্তীতে পোর্টেবল টর্চ লাইট এর বহুমূখী ব্যবহার শুরু হয়।
টর্চ লাইটের যত্নে যা করবেন-
- কোনো অবস্থাতেই টর্চ লাইট চার্জে দিয়ে ব্যবহার করা যাবে না।
- অবশ্যই ২২০ ভোল্টের সংযোগে চার্জ প্রদান করতে হবে। এতে করে ব্যাটারী দীর্ঘস্থায়ী হয়।
- যে সকল টর্চ লাইটে বিল্ট-ইন ব্যাটারী রয়েছে,সেগুলো সযত্নে ব্যবহার করুন। এবং নতুন ক্রয়কৃত টর্চের ব্যাক-পার্ট খোলার চেষ্টা করবেন না।
- পানি এবং শিশুদের নাগাল থেকে দূরে রাখুন।
বর্তমানে বিদ্যুৎ সংকটের এই দুর্দিনে,লোড সিডিং এর কারণে যখন দৌনন্দিন সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে,তখন এই টর্চ লাইটই হতে পারে আপনার দুঃসময়ের কান্ডারি। কাজেই আপদকালীন সময় একটি টর্চ লাইট সাথে রাখুন, নিরাপদে থাকুন !