Best Sunscreen for Oily Skin in Bangladesh.
তৈলাক্ত ত্বকের জন্যে আমরা অনেকেই গরমের দিনে ভালো সানস্ক্রিন খুঁজে পাই না। যার কারণে ফেইসের দশা জঘন্য হয়ে পড়ে। এক্ষেত্রে সমাধান হিসেবে থাকছে আমাদের আজকের এই আয়োজন। আজ আমরা শেয়ার করবো তৈলাক্ত ত্বকের জন্য বেস্ট সানস্ক্রিন। মূলত আজকে বিস্তারিত আলোচনার ক্ষেত্রে আমরা বেছে নিয়েছি বেস্ট সানস্ক্রিন Disaar snail collagen sunscreen নামের ক্রিমটিকে। এই প্রোডাক্টটি সম্পর্কে সকল তথ্য এবং মূল সম্পর্কে জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
Disaar snail collagen sunscreen ক্রিম নিয়ে সাজানো রিভিউ আর্টিকেলের এই অংশে আমরা এই বেস্ট সানস্ক্রিনটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো। এসব তথ্য ক্রিমটি কেনার আগে সকলেরই জেনে রাখা উচিত। তবে তার আগে যারা দামের ব্যাপারে কনফিউশানে ভুগছেন তাদের জানিয়ে রাখি এই সানস্ক্রিনটির দাম মাত্র ১৫৯ টাকা। তবে আর দেরি করছি কেনো? চলুন নিচের চার্ট থেকে সানস্ক্রিনটি সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।
পণ্যের নাম | Disaar snail collagen sunscreen |
স্কিন টাইপ | অয়েলি স্কিন |
নিট ওজন | ৫০ গ্রাম |
কোয়ালিটি | ১০০% হাই কোয়ালিটি ক্রিম |
এক্সপায়ার টাইম | তৈরি পরবর্তী ৩ বছর |
মূল্য | ১৫৯ টাকা |
উপরের প্রতিটি তথ্যই সঠিক এবং ১০০% সত্য। সুতরাং তথ্যের সত্যতা নিয়ে কোনো ধরণের কনফিউশনে পড়ার প্রয়োজন নেই।
Disaar snail collagen sunscreen এর স্পেসিফিকেশন
প্রতিটি কসমেটিকস টাইপ প্রোডাক্টের স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া উচিত। বিশেষ করে কেনার আগে এসব গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানা থাকা চাই। এতে করে কোয়ালিটি এবং প্রয়োজনীয়তা বুঝে প্রোডাক্ট কেনা সহজ হয়। দিশার শামুক কোলাজেন সানস্ক্রিন ক্রিম 50gm গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনগুলি নিচে উল্লেখ করা হলো:
- ব্র্যান্ড: নো ব্র্যান্ড
- উপকারিতা: মেকআপ লাস্টিং
- স্কিন টাইপ: অয়েলি স্কিন, ন্যাচারাল স্কিন
- প্রোডাক্ট ওজন: 50gm
- প্যাক সাইজ: ১৪.৫
Disaar snail collagen sunscreen এর ফিচার
আর্টিকেলের এই অংশে আমরা Disaar snail collagen sunscreen এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করবো। এতে করে প্রোডাক্ট কিনতে গিয়ে খামোকা বাড়তি টেনশনে পড়বার কোনো প্রয়োজনই পড়বে না।
Disaar snail collagen sunscreen দ্রুত অয়েলি স্কিন এবং ন্যাচারাল স্কিনে সহজে স্যুট করতে পারে। এই ক্রিমটির বিশেষত্ব হলো এটিকে শোষণ করার ক্ষেত্রে ম্যাচ করা ত্বকের খুব একটা বাড়তি সময় নিতে হয় না।
ক্রিমটি তৈরি করার সময় ম্যাটারিয়াল হিসেবে এতে ইউভি প্রটেক্টর উপাদান ব্যবহার করা হয়েছে। এতে করে সূর্যের কড়া রোদ থেকে ত্বককে বাঁচাতে ক্রিমটি বেশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে সক্ষম।
ত্বকের বিভিন্ন অসুস্থতা কিংবা সমস্যার ক্ষেত্রে Disaar snail collagen sunscreen প্রতিরক্ষাকারী ঢাল হিসাবে কাজ করে। এতে থাকা ত্বকের সমস্যা প্রতিরোধকারী ক্ষমতা সংশ্লিষ্ট ত্বককে রাখে ফ্রেশ এবং সুস্থ।
ত্বকে থাকা বলিরেখা কিংবা ছোপ ছোপ কালো দাগ দূর করার মতো ক্ষমতা দ্বারা তৈরি করা হয়েছে এই Disaar snail collagen sunscreen। সুতরাং যাদের ত্বকে বিশেষ করে ফেইসে দাগজনিত সমস্যা রয়েছে তারা এই ক্রিমটি মাস্ট ট্রাই করার চেষ্টা করবেন।
যাদের ত্বকে খসখসে ভাব রয়েছে তারা Disaar snail collagen sunscreen কিনে তা ব্যবহার করতে পারেন। এটি ত্বককে দ্রুত ময়েশ্চারাইজিং করতে সাহায্য করে এবং সবসময় ত্বককে মসৃণ রাখে।
Disaar snail collagen sunscreen এর নেগেটিভ সাইড
এবারে আমরা জানবো এর কিছু নেগেটিভ সাইড সম্পর্কে। যা প্রোডাক্ট কেনা এবং ব্যবহার করার সময় সকলেরই মাথায় রাখা উচিত।
- অ্যালার্জির সমস্যা যাদের রয়েছে তাদের এড়িয়ে চলা উচিত।
- ফেইসে আগে থেকে ব্রণ থাকলে অতিরিক্ত হারে ব্যবহার না করবার অনুরোধ রইলো।
Disaar snail collagen sunscreen এর প্রাইজ
Disaar snail collagen sunscreen পাচ্ছেন মাত্র ১৫৯ টাকায়। আশা করি সাশ্রয়ী দামে শামুক উপাদান দিয়ে তৈরি করা এই ন্যাচারাল সানস্ক্রিন ক্রিমের প্রাইজ নিয়ে খুব একটা কনফিউশানে ভুগতে হবে না। একেবারে হাতের নাগালেই প্রাইজ সিলেক্ট করা এই ক্রিমটি আজ থেকেই ব্যবহার করা শুরু করুন।
Disaar snail collagen sunscreen যেভাবে ব্যবহার করবেন
Disaar snail collagen sunscreen ব্যবহার করার ক্ষেত্রে কিছু শর্ত মেনে চলতে হবে। চলুন তবে জেনে নেওয়া যাক কি কি শর্ত হতে পারে!
- ব্যবহারের আগে ত্বককে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন
- আঙ্গুলের মাথায় ক্রিমের কিছুটা অংশে নিয়ে প্রয়োগ করতে চাওয়া স্থানে এপ্লাই করুন
- এবার হালকাভাবে ধীরে ধীরে ম্যাসাজ করে নিন
- আর হ্যাঁ, মেকআপ ঠিক রাখতে মেক-আপ এপ্লাইয়ের আগেও এই ক্রিমটি ফেইসে এপ্লাই করতে পারেন
ইতি কথা
Disaar snail collagen sunscreen নিয়ে এই ছিলো আমরা কমপ্লিট গাইডলাইন ভিত্তিক রিভিউ। আশা করি সানস্ক্রিনটি সম্পর্কে সকল তথ্য একসাথে পেয়ে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। পরবর্তী আলোচনা উপভোগ করবার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ত্বকের যত্ন নিন এবং ভালো থাকুন।