Best Power Bank in Bangladesh 2023

একটা পাওয়ার ব্যাংক সাথে নিয়ে ঘোরা যে কতটা গুরুত্বপূর্ণ, এটি হয়তো নিশ্চিতভাবে তারাই উপলব্ধি করতে পেরেছেন,যারা ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন। ফোনের প্রতিটি নরমাল ইউজার এবং হ্যাভি ইউজার উভয়ই এই সমস্যার সম্মুখীন কখনো না কখনো হয়ে থাকেন।আর এই সমস্যা থেকে পরিত্রান পাওয়ার সহজতর সমাধান হলো “পাওয়ার ব্যাংক”।

বাজারে হরেক-রকমের পাওয়ার ব্যাংক পাওয়া গেলেও, রিজনেবল প্রাইজের ভেতরে বেস্ট পাওয়ার ব্যাংক পেতে হলে বেশ কয়েকটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত।

ব্র্যান্ড, স্পেসিফিকেশন, ফিচার্স, দাম ইত্যাদি সকল কিছু বিবেচনা করে এই ৫ টি পাওয়ার ব্যাংকে মোটামোটি সেরা পাওয়ার ব্যাংকের কাতারে ফেলা যেতে পারে।

Remax RPP-96 Lango Series Dual USB Ports 10000mAh Power Bank

রিম্যাক্সের এই পাওয়ার ব্যাংকটি কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে।

Best Power Bank in Bangladesh 2022
Remax RPP-96 Lango Series Dual USB Ports 10000mAh Power Bank

ব্র্যান্ডঃ রিমেক্স

স্পেসিফিকেশনঃ

  • ফাস্ট চার্জিং টেকনোলজি
  • ১০০০০ এম এ এইচ ব্যাটারী
  • টাইপ সি পোর্ট
  • সাইজ- 10cm x 10cm x 10cm
  • ডুয়েল ইউ এস বি চার্জিং পোর্ট

গ্যারান্টি/ওয়ারেন্টিঃ নেই

দামঃ ৭৭০ টাকা

ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ

মাত্র ৭৭০ টাকা দিয়ে এতো ভালো মানের একটি পাওয়ার ব্যাংক সচারচর কোনো ব্র্যান্ড প্রোভাইড করেনা। সেক্ষেত্রে রিম্যাক্সের একটি ছোট্টো ধন্যবাদ প্রাপ্য ! 

  • ডুয়েল ইউ এস বি পোর্ট আছে বিধায় দুইটি ফোন খুব সহজে ফুল চার্জ করে নিতে পারবেন। 
  • পাওয়ার ড্রপ খুবই কম।
  •  ৪৫০০ এম এ এইচের দুইটি ফোন সম্পূর্ণ চার্জ করতে পারবেন অনায়াসে।
  •  সময় লাগবে ১-১.৫ ঘন্টার মতো।

Baseus 15W 10000mah Qpow Digital Display Power Bank

এটি একটি ডিজিটাল ডিসপ্লে পাওয়ার ব্যাংক অর্থাৎ এই ডিভাইসের টাচ কন্ট্রোলড একটি পাওয়ার সুইচ ব্যবহার করা হয়েছে। 

Best Power Bank in Bangladesh 2022
Baseus 15W 10000mah Qpow Digital Display Power Bank

ব্র্যান্ডঃ Baseus

স্পেসিফিকেশনঃ

  • ১৫ ওয়াটের একটি পাওয়ার ব্যাংক
  • ১০০০০ এম এ এইচের ব্যাটারী ব্যাকাপ
  • ১ টি মাত্র পোর্ট
  • টাইপ সি পোর্ট
  • আইফোন সহ এন্ড্রোয়েড চার্জ করা সম্ভব
  • রয়েছে পাওয়ার সেভিং মোড

ওয়ারেন্টি/গ্যারান্টিঃ নেই

দামঃ ১৫৯০ টাকা

ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউ

পাওয়ার ড্রপ নেই বললেই চলে। যেহেতু এখানে ১০০০০ ওয়াটের ব্যাটারী ব্যাকাপ রয়েছে,সুতরাং আশা করা যায় ৫০০০ এম এ এইচের দুইটি ডিভাইস সম্পূর্ণ চার্জ না করতে পারলেও ৯৫% চার্জ করতে পারবে অনায়াসে।

  • বেশ গুড লুকিং একটা ডিভাইজ
  • যদিও বেশ ভারী তবে কাজ চালিয়ে দেওয়ার মতো
  • মাত্র একটিই ফোন একই সময় চার্জ করতে পারবেন
  • চার্জ করতে খুব একটা বেশী সময় লাগে না – বড়জোড় ৫০-৭০ মিনিট।

Baseus Bipow Digital Display 10000Mah 20000Mah 30000Mah 20W Power Bank

Baseus তাদের এই পাওয়ার ব্যাংকটি বাজারে নিয়ে এসেছে ৩ টি ভ্যারিয়েন্টে। এবং প্রতিটি ২০ ওয়াটের পাওয়ার ব্যাংক।

১০০০০ এম এ এইচ বাদে বাকি দুইটি ভ্যারিয়েন্ট অর্থাৎ ২০০০০ এম এ এইচ এবং ৩০০০ এম এ এইচের বাজার দাম যথাক্রমে ২৫০০ ও ৩০০০৳

ব্র্যান্ডঃ Baseus

স্পেসিফিকেশন (১০০০০ এম এ এইচ):

  • ১০০০০ এম এ এইচের হিউজ ব্যাকাপ
  • ২০ ওয়াট
  • লিথিয়াম আয়ন ব্যাটারী
  • ইফিসিয়েন্সিঃ ৭৫%
  • ইউ এস বি টাইপ সি পোর্ট

ওয়ারেন্টি/গ্যারান্টিঃ নেই

দামঃ ১৫০০ টাকা

ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউ

মাত্র ১৫০০ টাকার ভেতরে পেয়ে যাবেন এই গ্যাজেটটি। অনেক গুড লুকিং , কিছুটা স্মার্টফোনের শেপের!

  • পাওয়ার ড্রপ প্রায় ২৫% , এই বাজেটের অন্য পাওয়ার ব্যাংকগুলোর তুলনায় বেশীই বলা চলে।
  • তবে ২০ ওয়াটের চার্জার থাকায় চার্জ হয় অনেক ফাস্ট। এবং এটি এই ডিভাইজের দাম বেশী রাখার একটি যুক্তিসম্মত কারণ হতে পারে। 
  • প্যাকেজিং যথেষ্ট ভালো এবং প্রোডাক্টটাও যথেষ্ট ভালো।
  • চার্জ হতে সময় নেয় মাত্র ৩০-৪০ মিনিট ! 
  • ৪০০০ এম এ এইচের দুইটি ফোন সম্পূর্ণ চার্জ করতে পারবেন,এক চার্জেই ! 

Remax RPP-167 30000 mAh Lango Series Power Bank

৩০০০০ এম এ এইচের একটি হিউজ ব্যাটারী ব্যাকাপ পেয়ে যাবেন এক চার্জেই! দামও কোয়ালিটি অনুপাতে অনেক কম !

ব্র্যান্ডঃ রিম্যাক্স

স্পেসিফিকেশনঃ

  • ৩০০০০ এম এ এইচ ব্যাটারী ব্যাকাপ 
  • টাইপ সি পোর্ট
  • গ্লাস ফ্রেম
  • লিথিয়াম পলিমার ব্যাটারী

গ্যারান্টি/ওয়ারেন্টিঃ নেই

দামঃ ১৯৯৯ টাকা

রিভিউ ও ইউজার এক্সপেরিয়েন্সঃ

  • ৩০০০০ এম এ এইচের ব্যাটারী দিয়ে অনায়াসে ৫০০০ এম এ এইচের ৫ টি ফোন সম্পূর্ণ চার্জ করে ফেলা সম্ভব। 
  • তবে সময় নেবে অনেকটাই বেশী। আনুমানিক ২ ঘন্টার মতো। 
  • অনেক প্রিমিয়াম লুকিং একটি প্রোডাক্ট।
  • তবে ওজন অনেকটাই বেশী, এর মূল কারণ হলো হিউজ ব্যাটারী ব্যাকাপ !  

সব মিলিয়ে ২০০০ টাকার ভেতরে বেস্ট পাওয়ার ব্যাংক!

Baseus Adaman Metal Digital Display Quick Charge Power Bank 22.5W 20000mAh

Best Power Bank in Bangladesh
Baseus Adaman Metal Digital Display Quick Charge Power Bank 22.5W 20000mAh

ব্র্যান্ডঃ Baseus

স্পেসিফিকেশনঃ 

  • ২০০০০ এম এ এইচের ব্যাটারী
  • কুইক চার্জ বা ফাস্ট চার্জিং টেকনোলজি
  • ২২.৫ ওয়াট চার্জার
  • মেটালিক ডিসপ্লে
  • লিথিয়াম পলিমার ব্যাটারী
  • ইউএসবি টাইপ সি পোর্ট

গ্যারান্টি/ওয়ারেন্টিঃ নেই

দামঃ ২৩৯০ টাকা

ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউ:

  • বেশ গ্লোসি একটা ফিনিশিং , মানানসই ! 
  • ৩ টি ৫০০০ এম এ এইচের স্মার্টফোন সম্পূর্ণ চার্জ করা যাবে, মাত্র একবার চার্জ দিয়ে
  • যদিও সময় কিছুটা বেশী নেয় , প্রায় আনুমানিক ২ ঘন্টার কাছাকাছি।
  • দাম বিবেচনায় এবং বিল্ট-মেটারিয়াল অনুযায়ী বেশ ভালো একটি পাওয়ার ব্যাংক ! 

পাওয়ার ব্যাংক কেনার সময় অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখবেনঃ

১। নিজের ফোনের ব্যাটারী ব্যাকাপ

খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ফোনের যদি ব্যাটারী ব্যাকাপ কম হয়ে থাকে,তাহলে খামোখা বেশী স্টোরেজের পাওয়ার ব্যাংক কেনার কোনো প্রয়োজন নেই।

২। ইউজার টাইপ

হেভি ইউজারদের জন্য, বেশী স্টোরেজ সম্পন্ন পাওয়ার ব্যাংক কেনার পরামর্শ থাকবে। আর সাধারণ ইউজারদের জন্য কম স্টোরেজ সম্পন্ন! 

৩। ইউ এস বি টাইপ

ইউ এস বি টাইপ অনেক বড় একটা ফ্যাক্টর। ফোনের চার্জারটি যদি ইউ এস বি টাইপ “সি” হয় এবং আপনি যদি ইউ এস বি টাইপ “বি” এর পাওয়ার ব্যাংক কিনে থাকেন , তাহলে তা কোনো কাজেই আসবেনা। সুতরাং পাওয়ার ব্যাংক কেনার সময় অবশ্যই ইউ এস বি টাইপ দেখে কিনতে হবে। 

১০০০ টাকার মধ্যে ভালো পাওয়ার ব্যাংক

১০০০ টাকার মধ্যে এই পাওয়ার ব্যাংকগুলিকে মোটামোটি ভালো পাওয়ার ব্যাংক বলা যেতে পারে।

  • Remax RPP-96 10000 mAh Lango Series Power Bank
  • Remax RPL-18 Mini Portable Power Bank 2500mAh Shell
  • Remax RPP 119 Jane Series 10000mAh Power Bank Dual Output
  • Remax RPP-96 Lango Series Dual USB Ports 10000mAh Power Bank

কেবল ফোনে চার্জ না থাকার কারণে অনেক সময় অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।যে ব্যাক্তির ফোনে চার্জ থাকে না,সে একরকম গোটা পৃথীবি থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে।কাজেই সব সময় হাতের নাগালে একটি পাওয়ার ব্যাংক রাখা অত্যন্ত বুদ্ধিমানের কাজ।

আর তাই, বাজেটের ভেতরে নিজের জন্য উপযুক্ত একটি পাওয়ার ব্যাংক নির্বাচনের ক্ষেত্রেই অবশ্যই সকল দিক বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণই সর্বাপেক্ষা শ্রেয়!