Best face wash for oily skin in Bangladesh for male.

মেয়েদের ক্ষেত্রে ত্বকের যত্ন নিয়ে মাতামাতি থাকলেও ছেলেরা এক্ষেত্রে বরাবরই পিছিয়ে থাকেন। তবে সময় পাল্টেছে। এখন ছেলেরাও নিজের ত্বকের যত্নের ব্যাপার সিরিয়াস হয়ে উঠেছেন। ত্বকে যত্ন নিতে গেলে সবার আগে যে ব্যাপারটিতে ফোকাস করতে হয় সে ব্যাপারটি হলো ত্বকের পরিষ্কার-পরিচ্ছন্নতা। বিশেষ করে ফেইসকে সবসময় পরিষ্কার রাখা জরুরি। এমতাবস্থায় যাদের স্কিন টোন অয়েলি তারা Muuchstac Ocean Face Wash for Men – 100 ml ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারের কথা কেনো বলছি? জানতে হলে আমাদের সাথেই থাকুন। 

শুরুতেই আমরা Muuchstac Ocean Face Wash for Men – 100 ml এর কিছু কমন এবং গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানার চেষ্টা করবো। যা আপনাকে প্রোডাক্টটি কিনতে এবং সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করবে। তবে আর দেরি করছি কেনো? মাত্র ৬৯৫ টাকায় এটা কেনার আগে এর গুরুত্বপূর্ণ তথ্যগুলি সম্পর্কে জানতে নিচের পয়েন্টগুলিতে চোখ বুলিয়ে নিন: 

প্রোডাক্টের নামMuuchstac Ocean Face Wash for Men – 100 ml
স্কিন টোন অয়েলি 
নিট ওজন ১০০ মিলিগ্রাম 
প্রোডাক্ট প্রাইজ ৫৯০ টাকা

Muuchstac Ocean Face Wash for Men – 100 ml এর স্পেসিফিকেশন

এবার আসি এই জনপ্রিয় ফেসওয়াশটির স্পেসিফিকেশন সম্পর্কে। মূলত এই Face Wash নিয়ে যেসব তথ্য স্পেশালি আপনাদের জানানো উচিত সে-সব তথ্য হলো: 

  • ব্র্যান্ড: Muuchstac
  • স্কিন টোন: অয়েলি স্কিন 
  • নিট ওজন: ১০০ মিলিগ্রাম 

Muuchstac Ocean Face Wash for Men – 100 ml এর ফিচার

আগেই বলেছি এটা শুধুমাত্র পুরুষদের ত্বকের যত্নে ব্যবহার করা পারফেক্ট বিউটি প্রোডাক্ট। এক্ষেত্রে বেশকিছু কারণে এই প্রোডাক্টটি প্রতিটি অয়েলি স্কিনের পুরুষদের ব্যবহার করা উচিত। কারণগুলি সম্পর্কে জানতে নিচের পয়েন্টগুলিতে ফোকাস করুন। 

এই ফেসওয়াশ ব্যবহার করার পর ত্বকে থাকা ছিদ্রপথ পুরোপুরি পরিষ্কার হয়ে উঠে এবং এতে থাকা সমস্ত জীবাণু বেড়িয়ে আসে। 

এই ফেসওয়াশে কোনো ধরণের রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়নি। যার কারণে এটিকে শতভাগ নিরাপদ এবং প্রাকৃতিক বিউটি প্রোডাক্ট বলা যায়। শুধুমাত্র জৈব উপাদান দ্বারা এই ফেসওয়াশ তৈরি করার কারণে এর খুব একটা নেতিবাচক সাইড এফেক্টও নেই। 

প্যাকেজিংয়ের ব্যাপারে একেবারে না বললেই নয়। কালো রংয়ের স্প্রে বোতলের আদলে তৈরি করা এই দারুণ ফেসওয়াশটির প্যাকেজিং দেখতে যথেষ্ট সুন্দর। যেহেতু এটি একটি ম্যানস ফেসওয়াশ সেহেতু এটির প্যাকেজিংয়ের ক্ষেত্রে কালো রংকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। 

সামুদ্রিক হাওয়া এবং মহাসাগর ব্লাস্টের সুগন্ধ এই ফেসওয়াশটিতে বাড়তি সতেজতা সৃষ্টি করেছে। যার ফলে এটি ব্যবহার করার সময় আলাদা এক ধরণের ফ্রেশনেস কাজ করবে। অর্থ্যাৎ একদিকে যেমন ব্যবহারিক উপকারিতা উপভোগ করা যাবে অন্যদিকে তেমন ব্যবহারের সময় সাময়িক সতেজতাও উপভোগ করার সুযোগ থাকবে। 

যারা নিঁখুত এবং পরিষ্কার ত্বক পেতে চান তাদের জন্যে এই প্রোডাক্টটি হতে পারে পারফেক্ট চয়েজ। কেননা এটির ব্যবহার ত্বককে মসৃণ, দাগহীন এবং পরিষ্কার করে তুলে। 

ত্বকের বাড়তি চুলকানি, ব্রণ ইত্যাদি কমাতে এই ফেসওয়াশ ব্যবহার করা যেতে পারে। এছাড়াও ত্বককে ময়েশ্চারাইজার করতেও এই ফেসওয়াশের জুড়ি মেলা ভার৷ ত্বকের বাড়তি পুষ্টি এবং ন্যাচারালভাবে উজ্জ্বলতা তৈরির করার ক্ষেত্রেও এই ফেসওয়াশটি ব্যবহার করতে পারেন। 

Muuchstac Ocean Face Wash for Men – 100 ml এর নেগেটিভ সাইড

এবার আসি এর নেগেটিভ সাইডের ব্যাপারে। যা আপনাকে প্রোডাক্টটি ব্যবহারে আরো সতর্ক করে তুলবে। ফেসওয়াশটির নেগেটিভ সাইড হলো: 

  • সরাসরি সূর্যের আলোতে এটি রাখলে দ্রুত তার কার্যকারিতা হারিয়ে ফেলে
  • অয়েলি স্কিন ছাড়া অন্যান্য স্কিনে এই প্রোডাক্টটি মোটেই ব্যবহার না করা উচিত 

যেভাবে ব্যবহার করবেন

  • এটি ব্যবহারের আগে মুখে এবং ঘাড়ে পানির ছিটা মারুন
  • আপনার হাতের তালুতে ফেসওয়াশের কিছু অংশ নিয়ে নিন
  • এবার দুই হাতের তালুর সাহায্যে ফেসওয়াশ কিছুটা মিক্সিং করে নিন
  • সর্বোচ্চ ২ মিনিট সময় ফেসওয়াশ মিক্সিং করা হাত দু’টো ত্বকে ভালোভাবে এপ্লাই করুন
  • সাধারণ পানি দিয়ে ধুয়ে ভালোভাবে তা মুছে নিন

Muuchstac Ocean Face Wash for Men কেনার আগে

  • আপনার স্কিন অয়েলি টাইপের কিনা তা আগে চেক করে নিন
  • প্রোডাক্ট কেনার ক্ষেত্রে তা অর্জিনিয়াল কিনা খোঁজ-খবর নিন
  • পরিচিত শপ থেকে এটি কেনার চেষ্টা করুন

ইতি কথা 

আশা করি Muuchstac Ocean Face Wash for Men কেনার আগে আমাদের আজকের রিভিউটুকু আপনাকে কিছুটা হলেও উপকৃত করবে। সুতরাং আর দেরি না করে লিমিটেড প্রাইজে এই জনপ্রিয় ফেসওয়াশটি কিনে ফেলুন এক্ষুনি!