মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য বেস্ট ফেসওয়াশ: অ্যারোমা ম্যাজিক নিম এবং টি ট্রি ফেসওয়াশ। Best Face Wash for Oily Skin in Bangladesh.

যাদের ত্বক অনেক বেশি তৈলাক্ত এবং যাদের ত্বকে বেশিরভাগ সময়েই ব্রণ হানা দেয় তারা চাইলে বেস্ট ফেসওয়াশ হিসেবে অ্যারোমা ম্যাজিক নিম এবং টি ট্রি ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। মাত্র ৪৫০ টাকা দামের এই ফেসওয়াশ গুনগত মানের দিকে অসম্ভব পারফেক্ট। এটি আপনার ত্বককে প্রাকৃতিকভাবেই সুস্থ রাখতে সাহায্য করবে। চলুন তবে, আজ এই অ্যারোমা ম্যাজিক নিম এবং টিট্রি ফেসওয়াশ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। জেনে নেওয়া যাক এটি কেনো আপনার ত্বকে ব্যবহার করা উচিত এবং কিভাবে এটি ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যাবে। 

Best face wash for oily skin in bangladesh

অ্যারোমা ম্যাজিক নিম এবং টি ট্রি ফেসওয়াশ সম্পর্কে তো বিস্তারিত আলোচনা করা যাবে। তবে তার আগে এই ফেসওয়াশ বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া দরকার। এতে করে পুরো গাইডলাইন কিংবা রিভিউটি বুঝতে খুব একটা ঝামেলা হবে না। অ্যারোমা ম্যাজিক নিম এবং টি ট্রি ফেসওয়াশ সম্পর্কে কমন কিছু তথ্য জেনে নিতে নিচের চার্টটিতে ফোকাস করুন: 

প্রোডাক্টের নামঅ্যারোমা ম্যাজিক নিম এবং টি ট্রি ফেসওয়াশ
স্কিন টাইপতৈলাক্ত ত্বক
কার্যকারিতাফেইস ক্লিনিং
প্যাক সাইজ১.০ 
নিট ওজন ১০০ মিলিগ্রাম 
দাম ৪৫০ টাকা

উপরে উল্লেখিত অ্যারোমা ম্যাজিক নিম এবং টি ট্রি ফেসওয়াশ এর সম্পূর্ণ ডিটেইলস শতভাগ সত্য। সুতরাং এটি কেনার সময় তথ্যের দিক দিয়ে আপনি এসব পয়েন্ট মাথায় রাখতে পারেন৷ 

অ্যারোমা ম্যাজিক নিম এবং টি ট্রি ফেসওয়াশ এর স্পেসিফিকেশন

প্রতিটি প্রোডাক্টেরই আলাদা কিছু স্পেসিফিকেশন থাকে। অ্যারোমা ম্যাজিক নিম এবং টি ট্রি ফেসওয়াশ এর বেলায়ও তা আছে। এক্ষেত্রে এই প্রোডাক্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার জেনে রাখা চাই। তথ্যগুলি হলো: 

  • ব্র্যান্ড: Aroma Magic 
  • প্যাক সাইজ: ১.০
  • নিট ওজন: ১০০ মিলিগ্রাম 
  • স্কিন টোন: তৈলাক্ত / অল টাইপ স্কিন

অ্যারোমা ম্যাজিক নিম এবং টি ট্রি ফেসওয়াশ এর ফিচার

চলে এলাম আজকের রিভিউ আর্টিকেলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই অংশে আমরা এই জনপ্রিয় এবং দ্রুত কার্যকারিতাসম্পন্ন ফেইসওয়াশটির গুরুত্বপূর্ণ কিছু ফিচার সম্পর্কে জানবো। এসব ফিচার যে কাউকে প্রোডাক্টটি কেনো কেনা দরকার, কেনো ব্যবহার করা দরকার, কাদের ত্বকে স্যুট করবে…এই টাইপের সকল প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করবে। 

মূলত অ্যারোমা ম্যাজিক নিম এবং টি ট্রি ফেসওয়াশ হলো একটি ন্যাচারাল ধাচের ফেসওয়াশ। যেখানে অধিকাংশ বিউটি প্রোডাক্টে অ্যলকোহল জাতীয় উপাদান ব্যবহার করা হয় সেখানে এই ফেসওয়াশটিতে কোনো ধরণের প্যারাবেন, সাবান, অ্যালকোহল, কৃত্রিম রঙ এবং ফেইক সুগন্ধ ব্যবহার করা হয়নি। 

এই ফেসওয়াশটি মূলত নিম এবং গোলাপের নির্যাস দিয়ে তৈরি করা হয়েছে। যা ত্বকের ব্রণ দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে৷ পাশাপাশি এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে চা গাছ এবং ল্যাভেন্ডার। চা গাছের নির্যাসে রয়েছে প্রচুর পরিমাণে এন্টি অক্সিডেন্ট যা ত্বককে সজীব রাখতে সাহায্য করে, ত্বকে থাকা কালো ছোপ ছোপ দাগ দূর করতে সাহায্য করে। এছাড়াও এটিতে রয়েছে ত্বকের অবস্থা উন্নতি করার অপরিহার্য উপাদান ত্বকের প্রয়োজনীয় ভিটামিন। 

ফেসওয়াশটিকে মেক-আপ রিমুভার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি ত্বকের অস্বাভাবিক জ্বালাপোড়া, ব্রণ কমে গেলেও এতে রয়ে যাওয়া দাগ, ত্বককে পুরোপুরি পরিষ্কার করা ইত্যাদি কাজে এই অয়েলি স্কিন এবং ন্যাচারাল স্কিন ছাড়া অন্যান্য সেনসিটিভ অ্যারোমা ম্যাজিক নিম এবং টিট্রি ফেসওয়াশ যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকে। 

অ্যারোমা ম্যাজিক নিম এবং টি ট্রি ফেসওয়াশের প্যাকেজিংটা কিন্তু দারুণ। প্রথম দেখায় যে কারোরই ভালো লাগবে। হালকা সবুজ রংয়ের স্বচ্ছ কিউট বোতলে এটির প্যাকেজিং করা হয়েছে। পাশাপাশি এর গায়ে রয়েছে ছোট ছোট গোলাটি রংয়ের ফুল। যারা দেখতে সুন্দর এবং একই সাথে কাজের দিক দিয়েও পারফেক্ট এমন প্রোডাক্ট ব্যবহার করতে চান তাদের জন্য এই অ্যারোমা ম্যাজিক নিম এবং টি ট্রি ফেসওয়াশ হতে পারে পছন্দের ন্যাচারাল ফেসওয়াশ। 

অ্যারোমা ম্যাজিক নিম এবং টি ট্রি ফেসওয়াশ এর নেগেটিভ সাইড

অয়েলি স্কিন এবং ন্যাচারাল স্কিন ছাড়া অন্যান্য সেনসিটিভ স্কিনে এই ফেসওয়াশ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহারের পর ময়েশ্চারাইজিং এপ্লাই না করলে ত্বক কিছুটা খসখসে হয়ে যায়।

অ্যারোমা ম্যাজিক নিম এবং টি ট্রি ফেসওয়াশ এর প্রাইজ

বর্তমানে অ্যারোমা ম্যাজিক নিম এবং টিট্রি ফেসওয়াশ কিনতে গেলে আপনাকে গুনতে হবে মাত্র ৪৫০ টাকা। সবচেয়ে বড় ব্যাপার হলো মাত্র ৪৫০ টাকায় এতো ভালো প্রোডাক্ট কিনে তা ব্যবহার করাটা সত্যিই দারুণ সুযোগের মতো কাজ করবে। 

অ্যারোমা ম্যাজিক নিম এবং টি ট্রি ফেসওয়াশ যেভাবে ব্যবহার করবেন: 

অ্যারোমা ম্যাজিক নিম এবং টিট্রি ফেসওয়াশ ব্যবহার করার ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম মানার দরকার নেই৷ সাধারণ ফেসওয়াশের মতোই এটি ব্যবহার করতে পারেন। তবে নির্দিষ্ট কিছু স্টেপের ব্যাপারে জানতে চাইলে নিচের স্টেপগুলিতে চোখ বুলাতে পারেন: 

  • শুকনো মুখে ফেসওয়াশটির কিছু অংশে হাতুর তালুতে নিয়ে তা মুখে এবং ঘাড়ে ম্যাসাজ করুন
  • ১/২ মিনিট ম্যাসাজ করার পর তা স্বাভাবিক পানি দিয়ে ভালোভাবে ধুঁয়ে ফেলুন
  • ফেসওয়াশটি ব্যবহারের পর সর্বোচ্চ ফল পেতে সানস্ক্রিন ব্যবহার করুন

অ্যারোমা ম্যাজিক নিম এবং টি ট্রি ফেসওয়াশ কেনার আগে: 

  • আপনার স্কিন টোন তৈলাক্ত কিংবা অয়েলি কিনা তা নিশ্চিত হয়ে নিন
  • প্রোডাক্ট কেনার ক্ষেত্রে প্রোডাক্টের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ চেক করে নিন

অ্যারোমা ম্যাজিক নিম এবং টিট্রি ফেসওয়াশ এর গুণ এবং লিমিটেড বাজেটে ফেসওয়াশের পরিমাণ দু’টোই আপনাকে মুগ্ধ করবে। পাশাপাশি এটির দ্রুত কার্যকারিতা আপনাকে এটির উপর নির্ভরশীল হয়ে উঠতে বাধ্য করবে। সুতরাং ত্বকের যত্ন নিতে আজই চটপট অ্যারোমা ম্যাজিক নিম এবং টি ট্রি ফেসওয়াশ কিনে তা ব্যবহার করা শুরু করুন।