Best Blender Price in Bangladesh 2023!
শিল-পাটায় বাটা-ঘোষার কাজের চেয়ে কঠিন কাজ আর কি বা হতে পারে ? প্রচুর শ্রম দিতে হয়,সাথে সময় লাগে অনেক।
বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রযাত্রার ফলে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাপক শ্রম লাঘব হয়েছে।এই যেমনঃ চিঠি-পত্রের বদলে মুঠোফোন,গরুর গাড়ির বদলে ইঞ্জিন চালিত গাড়ি, কুপি বাতির বদলে বৈদ্যুতিক বাল্ব আর শিল-পাটা-হামানদিস্তার বদলে ব্লেডার-মিক্সার-গ্রাইন্ডার !
এতোকিছু বাদ দিয়ে ব্লেডার মেশিনের উদাহরণ টানার যুক্তিসংগত কারণ রয়েছে বটে। কেননা এটি গৃহিণীদের প্রচুর শ্রম লাঘব করে থাকে। ফলে তাদের জীবনযাত্রার মানে পরিবর্তন এসেছে। পেয়াজ-মরিচ থেকে শুরু করে,আদা-রসুন-শুকনো মরিচ,গরম মশলা গুঁড়ো সবকিছুতে প্রয়োজন পড়ে একটি ব্লেন্ডার মেশিনের।
বাজারে ব্লেন্ডার মেশিন কিনতে গিয়ে সবচেয়ে বিপত্তির মুখে তারাই পড়েন, যাদের ব্লেন্ডার মেশিন সম্পর্কে ধারণা কম বা নেই বললেই চলে। মূলত তাদের জন্যই এই আর্টিকেলটি !
নিম্নে বাংলাদেশের বাজারে সেরা ৫ টি ব্লেন্ডার মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ
Jaipan Juicer Mixer Grinder & Blender 4 In 1 Combo
ব্র্যান্ডঃ জাইপান
স্পেসিফিকেশনঃ
- পাওয়া্র -৭৫০ ওয়াট
- জার সংখ্যা-৪ টি
- স্টেইনলেস স্টিল বডি জার
- জুসার জার-১ টি
- ৩ টি পাওয়ার মুড,সাথে পালস অপশন
- রেটিং-৩০ মিনিট
জার ক্যাপাসিটিঃ
- ওয়েট জার-১.২ লিটার
- ড্রাই জার-০.৮ লিটার
- চাটনি জার- ০.৩ লিটার
- জুসার জার-১ লিটার
বিদ্যুৎ খরচঃ প্রতি ঘন্টায় ৩.৭৫৳
ওয়ারেন্টি/গ্যারান্টিঃ ২৪ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি
দামঃ ৪৬৯০৳
ইউজার এক্সপেরিয়েন্স ও স্পেসিফিকেশনঃ
দৃষ্টিনন্দন ডিজাইন,এবং অনেক ইউজার ফ্রেন্ডলি। মোট ৪টি জার রয়েছে। জুসার ব্যাতিত প্রত্যেকটি স্টেইনলেস স্টিলের বডির তৈরী। মোটর পার্ফর্ম্যান্স অনেক ভালো। নিচের দিকের গ্রিপগুলো বেশ ভালো মতোন সার্ফেস আটকে ধরে রাখতে পারে, ফলে ভাইব্রেশনের সমস্যা নেই বললেই চলে।
Walton Blender WBL-VK01
ব্র্যান্ডঃ ওয়াল্টন
স্পেসিফিকেশনঃ
- পাওয়ার- ৬৫০ ওয়াট
- জার সংখ্যা- ৩ টি
- স্টেইনলেস স্টিল বডির জার
- ৩ টি স্পিড মুড ও পালস মুড
জার ক্যাপাসিটিঃ
- ব্লেন্ডার/ওয়েট জার- ১.৫ লিটার
- গ্রাইন্ডার জার-১ লিটার
- চাটনি জার-২৪০ গ্রাম
বিদ্যুৎ খরচঃ প্রতি ঘন্টায় ৩.৫৳
ওয়ারেন্টি/গ্যারান্টিঃ ২৪ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি
দামঃ ৫৬৯০৳
ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ
যথেষ্ট মানসম্পন্ন একটি প্রোডাক্ট, ওয়াল্টনের তরফ থেকে।খুবই বেসিক ডিজাইন,তবে খুব সহজেই ব্যবহার করা যায়। ৩টি জারের ভেতরে গ্রাইন্ডারের কাজ ছিলো সব থেকে প্রসংশনীয়। ব্লেন্ডগুলো অনেক শার্প ! তবে ১০-১২ মিনিট ব্যবহাররের পর জারগুলো কিছুটা গরম হয়।
MyOne M-6002W 3 in 1 Blender – Red
ব্র্যান্ডঃ মাইওয়ান
স্পেসিফিকেশনঃ
- পাওয়ার-৫০০ ওয়াট
- প্লাস্টিক বডি জার
- ৩ টি জার
- ২ টি স্পিড মুড এবং পালস
জার ক্যাপাসিটিঃ
- ওয়েট জার-১.৫ লিটার
- চপার-০.৮ লিটার
- গ্রাইন্ডার-০.৫ লিটার
বিদ্যুৎ খরচঃ ২.৫৳ প্রতি ঘন্টায়
গ্যারান্টি/ওয়ারেন্টিঃ ১২ মাসের ওয়ারেন্টি
দামঃ ১৫০০৳
ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ খুবই বেসিক লেভেলের একটি ব্লেন্ডার মেশিন। জারগুলো প্লাস্টিক বডির হওয়ার কারণে কতটুকু টেকসই হতে পারে সেটি নিয়ে কিছুটা দ্বিধা রয়েছে। তবে এটি সম্পূর্ণটাই নির্ভর করবে ব্যবহারের ওপর। যদিও ব্লেন্ডিং ও গ্রাইন্ডিং এর কাজ বেশ ভালোভাবেই করতে পারে মাইওয়ানের এই ব্লেন্ডার মেশিনটি।
VISION BLENDER-CYCLONE 850 Watt
ব্র্যান্ডঃ ভিশন
স্পেসিফিকেশনঃ
- পাওয়ার- ৮৫০ ওয়াট
- জার সংখ্যা- ৩টি
- ২০০০০ আর এম পি
- স্টেইনলেস স্টিল বডি
- ৩ টি স্পিড মুড এবং পালস মুড
জার ক্যাপাসিটিঃ
- ১.৪ লিটার জুসার
- ০.৫ লিটার গ্রাইন্ডার
- ১.০ লিটার মিক্সার
বিদ্যুৎ খরচঃ প্রতি ঘন্টায় ৪.৫৳
গ্যারান্টি/ওয়ারেন্টিঃ ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি
দামঃ ৪০৫০৳
ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ
ব্লেন্ডার মেশিনের মূল আকর্ষণ বোধ হয় এর মেটালিক কালারে। কথায় আছে না ?- আগে দর্শনধারী, পরে গুণবিচারী। অবশ্য গুণবিচারের দিক দিয়েও এগিয়ে থাকবে এটি। এতে ব্যবহার করা হয়েছে দুর্দান্ত শক্তিশালী মোটর এবং ধারালো ব্লেড। কাজেই ব্লেন্ডিং, মিক্সিং, গ্রাইন্ডিং – সকলের কাজের কাজি ভিশনের এই ব্লেন্ডার মেশিনটি।
Blender Nova 3 in 1 (Only Service Warranty: 2 Years)
ব্র্যান্ডঃ নোভা
স্পেসিফিকেশন
- পাওয়ার- ২৫০/৩০০ ওয়াট
- জার সংখ্যা – ৩টি
- পাওয়ার বাটন – ৩ টি ( পালস সহ)
- বিল্ট ম্যাটারিয়ালস- প্লাস্টিক
জার ক্যাপাসিটিঃ
- জুসার-১.৫ লিটার
- গ্রাইন্ডার- ০.৫ লিটার
- মিক্সার-০.৭ লিটার
বিদ্যুৎ খরচঃ প্রতি ঘন্টায় ১.২৫৳
গ্যারান্টি/ওয়ারেন্টিঃ ২ বছরের ওয়ারেন্টি
দামঃ ১২০০৳
ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ
একদমই ক্লাসিক একটি ব্লেন্ডার। যেখানে অন্য ব্লেন্ডারে স্পিড কম-বেশী করার জন্য একটি রেগুলেটর ব্যবহার করা হয়, সেখানে এই ব্লেন্ডারটিতে ব্যবহার করা হয়েছে মোট ৫টি সুইচ। রেভিলিউশন পার মিনিট কম হওয়ার কারণে ব্লেন্ডিং বা গ্রাইন্ডিং এর কাজে সময় কিছুটা বেশী প্রয়োজন পড়ে,তবে দাম অনুপাতে ম্যাটারিয়ালসগুলো অনেক টেকসই ! সাথে তো ২ বছরের ওয়ারেন্টি রয়েছেই !
ব্লেন্ডার ও গ্রাইন্ডার কোনটি কোন কাজের?
ব্লেন্ডার এর কাজঃ
ব্লেন্ডার জারটি মূলত বিভিন্ন তরল খাবার যেমন জুস, স্মুদি, কোল্ড কফি, মিল্ক শেক, লস্যি, স্যুপ ইত্যাদি তৈরীর কাজে ব্যবহৃত হয়।
মিক্সার গ্রাইন্ডার এর ব্যবহারঃ
এটি মূলত বিভিন্ন রকমের মশলা যেমনঃ আদা,মরিচ,রসুন,দাড়ুচিনি,এলাচ,হলুদ,চাল ইত্যাদি গুঁড়ো অথবা মিহি করার কাজে ব্যবহৃত হয়।
ব্লেন্ডার কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন-
ওয়াটেজ/পাওয়ারঃ
যদি নিয়মিত ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ৫০০ ওয়াটের বেশী ক্ষমতার ব্লেন্ডার কেনার চেষ্টা করুন। বেসিক ব্লেডারের প্রয়োজন পড়লে নূন্যতম ৩০০ ওয়াটের ব্লেন্ডারগুলো প্রাধান্য পাবে বেশী।
জার সংখ্যা ও ধরণঃ
ব্লেন্ডার মেশিনের প্রত্যেকটি জার এবং ব্লেড আলাদা-আলাদা কাজ করে। আর তাই অবশ্যই চাহিদার ভিত্তিতে কোন ব্র্যান্ডের,কোন মডেল কি ধরণের জার ব্যবহারের উপযোগী এই বিষয়টি মাথায় রাখতে হবে।
বিল্ট ম্যাটারিয়ালস এবং ব্লেডঃ
বাজেট যদি তুলনামূলক বেশী থাকে তাহলে অবশ্যই স্টেইনলেস স্টিল বডির ব্লেন্ডার কেনার পরামর্শ থাকবে। বাজেট তুলনামূলক কম হলে, প্লাস্টিক বডির জারসমৃদ্ধ ব্লেন্ডার কেনা যেতে পারে তবে অবশ্যই সেটি স্ট্রং প্লাস্টিক বডি হতে হবে।
একটি ব্লেন্ডার মেশিন হতে পারে আপনার পরিবারের সদস্যের মতো।কাজেই ব্লেন্ডার মেশিন কেনার পূর্বে বাজেট,চাহিদা,কোয়ালিটি ব্র্যান্ড এইসকল বিষয় পর্যবেক্ষণ করে তবেই একটি ব্লেন্ডার মেশিন ক্রয় করা বুদ্ধিমানের কাজ।