পারমানবিক সংখ্যা এবং পারমানবিক ভর সংখ্যা কি?

পারমানবিক সংখ্যা

কোন মৌলের নিউক্লিয়াসে যত গুলো প্রোটন থাকে প্রোটনের সে সংখ্যাকে ঐ মৌলের পারমানবিক সংখ্যা বলে। যেমন- কার্বনের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা ৬ সুতরাং কার্বনের পারমানবিক সংখ্যা ৬। পারমানবিক সংখ্যা কে Z দ্বারা প্রকাশ করা হয়।

পরমানুর ইলেক্ট্রন সংখ্যা পরিবর্তন হলেও প্রটোন সংখ্যা কখনো পরিবর্তন হয় না।

পারমানবিক ভর সংখ্যা

কোন মৌলের নিউক্লিয়াসে যত গুলো প্রটোন এবং নিউট্রন থাকে তাদের যোগ ফল কে ঐ মৌলের পারমানবিক ভর সংখ্যা বলে। প্রোটন এবং নিউট্রন কে একত্রে নিউক্লিয়ন ও বলা হয়।

যেমন- কার্বন-১২ পরমানুর নিউক্লিয়াসে ৬ টি প্রটোন এবং ৬ টি নিউট্রন রয়েছে। সুতরাং কার্বনের পারমানবিক ভর সংখ্যা ১২।

প্রতিটি মৌলের পারমানবিক সংখ্যা স্থির থাকলেও পারমানবিক ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে।