এন্ড্রয়েড টিভি প্রাইজ ২০২৩। Android TV price in Bangladesh
যুগের ক্রমধারায় ও আধুনিকায়নের ছোয়ায় প্রযুক্তিতে বেশ পরিবর্তন দেখা দিয়েছে। টেলিভিশন নামক কোনো বস্তু তৈরি থেকে শুরু করে এখন অব্দি এতোটাই আধুনিক হয়েছে যে, বর্তমানে টিভির মধ্যেও এড্রোয়েড ভার্সন চলে এসেছে। এক্সট্রা ফিচার্জ ও আরো স্পর্ষ্টতার চাহিদায় অনেকেই এনালক টিভি হাটিয়ে বাসায় নিয়ে আসছে স্মার্ট এড্রোয়েড টিভি গুলো।
এই আর্টিকেলে আমরা জানবো বেশ কিছু এড্রোয়েড টিভি সম্পর্কে, এবং আপনি যদি সম্প্রতি এড্রোয়েড টিভি ক্রয় করতে ইচ্ছুক থাকেন তবে উক্ত আর্টিকেলের মাধ্যমে বেশ ভালো আইডিয়া গ্রহন করতে পারবেন স্মার্ট টিভি বা এড্রোয়েড টিভি গুলোর সম্পর্কে।
উক্ত লিস্ট তৈরি করতে বেশ কিছু Critaria অনুসরণ করেছি যেগুলো হলো:
- মিনিমাম ৩২” হতে হবে
- বিভিন্ন পপুলার ব্র্যান্ডের হতে হবে
- ১০ হাজারের বেশি ও ৪০ হাজারের কম হতে হবে
- ওয়াইফাই ব্যবহারের ব্যবস্থা ও এড্রোয়েড ভার্সন হতে হবে
এগুলো ছাড়াও আরো অনেক স্পেসিফিকেশন রয়েছে যা সম্পর্কে বিস্তারিত নিম্মে উপস্থাপন করা হবে। তবে প্রথমেই এক নজরে দেখে নেয়া যাক সকল এন্ড্রোয়েড টিভি প্রাইজ গুলো।
এন্ড্রয়েড টিভি প্রাইজ
প্রোডাক্টের নাম ও মডেল | দাম |
WALTON 32” SMART GOOGLE ANDROID TV – WDEF32HGI /W32D120HG1 | ৳ 25,900 |
32″ Inch Sony Plus Smart Android HD LED TV | ৳ 14,500 |
Mi 32 Inches p1 Series HD Android TV Borderless with Voice Control | ৳ 29,900 |
Samsung Smart HD TV 32″ UA32T4400ARSER With Wifi | ৳ 32,900 |
এন্ড্রয়েড টিভি প্রাইজ, স্পেসিফিকেশন ও রিভিউ (বিস্তারিত)
WALTON 32” SMART GOOGLE ANDROID TV – WDEF32HGI /W32D120HG1
স্পেসিফিকেশন
- ৩২ ইঞ্চি বা ৮১৩ মিলিমিটারের বড় টিভি স্ক্রিন
- চলবে এন্ড্রোয়েড ৮.০ ভার্সনে
- যেখানে থাকবে বিল্ড-ইন ৮ জিবি মেমোরি ও ডিজিটাল সাউন্ড সিস্টেম
- ইন-বিল্ড ওয়াইফাই মডিউম সেট করা থাকবে
- রেজুলেশন হিসেবে ১৩৬৬*৭৬৮ এবং এস্পেক্ট রেশিও ১৬*৯
- ওয়ারেন্টি পলিসি অনুযায়ী LED panel এর জন্য ৪ বছর; অন্যান্য পার্টস ২ বছর এবং ফ্রী সার্ভিস ৫ বছর।
দাম
ওয়াল্টনের ৩২ ইঞ্চির গুগল এন্ড্রোয়েট টিভির বর্তমান প্রাইজ ২৫,৯০০ টাকা
রিভিউ
আমাদের দেশিও ব্র্যান্ড ওয়ালটনের স্মার্ট এন্ড্রোয়েড টিভির রিভিউ ইউজাররা দিয়েছে ৪.৮/৫ যেখানে ক্রেতারা এটা বলেছে যে, অনেকেই অনলাইন থেকে দামী জিনিস গুলো কিনতে ভয় পান, এক্ষেত্রে দেশীও ব্র্যান্ডের কিছু কেনা হলে নিশ্চিন্তে থাকা যায়। তবে আপনি ওয়াল্টনের যেকোনো শো-রুম থেকেও এটা আনতে পারবেন।
32” Inch Sony Plus Smart Android HD LED TV
স্পেসিফিকেশন
- Sony ব্র্যান্ডের স্মার্ট এলইডি এন্ড্রোয়েড টিভিটি ১০৮০*৭৬৮ এইচ ডি রেজুলেশনের ছবি প্রদর্শিত করবে
- যেখানে এন্ড্রোয়েড ৯ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে
- থাকছে ওয়াইফাই, HDMI, এবং মাউস সাপোর্টও
- মোটামোটি সকল ধরনের পোর্টের পাশাপাশি দুইটি ইন-বিল্ড স্পিকারও আছে
- 8K সাপোর্টেড টিভিতে রয়েছে ১ জিবি র্যাম ও ৮ জিবি রোমের সুবিধা
- যার মাধ্যমে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব সব সকল কিছু কানেক্ট ও সেখান থেকে অপারেট করতে পারবেন উক্ত টিভির মাধ্যমে
- তাছাড়া আরেকটা স্পেশাল ফিচার্স হলো আপনি এটাকে সিসি টিভি ক্যামেরার মনিটর হিসেবেও ব্যবহার করতে পারবেন অনায়াসেই। পাশাপাশি এই টিভিটি ঝুলিয়ে রাখার ব্যবস্থাও আছে।
দাম
সনি প্লাস এর স্মার্ট এন্ড্রোয়েড টিভিটির প্রাইজ বর্তমানে ১৪ হাজার ৫০০ টাকা
রিভিউ
একদম অক্ষত অবস্থায় পাওয়া ক্রেতাদের মতামত অনুয়ায়ী উক্ত টিভির রেটিং বর্তমানে ৪.৮/৫
Mi 32 Inches p1 Series HD Android TV Borderless with Voice Control
স্পেসিফিকেশন
- শাওমি বা MI লাভারদের জন্য MI Inches P1 series এর ৩২ ইঞ্চি টিভিটি আসছে অনেক বেশি ফিচার্স নিয়ে যেখানে রয়েছে ১ জিবি র্যাম ও ৮ জিবি রোম
- ৩৬০ ডিগ্রি ব্লুটুথ রিমোট কন্ট্রোল
- ১৩৬৬*৭৬৮ রেজুলেশনে ৬০Hz রিফ্রেস রেট
- Bluetooth, HDMI, USB 2.0, Wi-fi সাপোর্ট
- থাকছে ১০ বছরের ফ্রী সার্ভিস ওয়ারেন্টি
দাম
বর্তমানে MI Inches P1 series এর ৩২ ইঞ্চি এন্ড্রোয়েড টিভি প্রাইজ ২৯,৯০০ টাকা ।
রিভিউ
দারাজ অনুযায়ী টিভিটির রেটিং ৪.৮/৫ যেখানে সকল ক্রেতাই এখন অব্দি পজিটিভ রিয়েকশন দেখিয়েছে।
Samsung Smart HD TV 32″ UA32T4400ARSER With Wifi
স্পেসিফিকেশন
- রেজোলিউশন: 1,366 x 768
- গতির হার: 50
- সাউন্ড আউটপুট (RMS): 20W
- স্পিকারের ধরন: 2CH
- HDMI: 2; ইউএসবি: ১
- স্ট্যান্ডের সাথে সাইজ সেট করুন (WxHxD):m737.4 x 465.4 x 150.5
- ওয়ারেন্টি – LED প্যানেল: 2 বছর, খুচরা যন্ত্রাংশ: 1 বছর, বিনামূল্যে সার্ভিসিং: 5 বছর
- তাছাড়া অন্যান্য টিভির মত সকল ফিচার্সই রয়েছে
দাম
স্যামস্যাং এর UA32T4400ARSER মডেলের স্মার্ট এন্ড্রোয়েড টিভি প্রাইজ বর্তমানে ৩২,৯০০ টাকা
রিভিউ
দারাজের বর্তমান রেটিং অনুযায়ী উক্ত টিভিটি ইউজারের মতামতে পেতেছে ৫/৫ কারন এখন অব্দি এই টিভিটি সম্পর্কে কোনো নেগিটিভ রেস্পন্ডস আসেনি।
এন্ড্রোয়েড টিভি কেনার ক্ষেত্রে সচেতনতা
তো এই ছিলো কিছু Criteria সেট পূর্বক এন্ড্রোয়েড টিভি রিভিউ সেখানে স্পেসিফিকেশন সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি এবং সবশেষে এটুকু বলতেই হয় যখন এন্ড্রোয়েড টিভি কিনবেন তখন খেয়াল রাখবেন আপনাকে যথাযথ ওয়ারেন্টি দিচ্ছে কি-না কারন বর্তমানে এন্ড্রোয়েড টিভির সহজে নষ্ট হয়ে যাওয়া অস্বাভাবিক কিছুনা। তাছাড়াও কেনার আগে অবশ্যই আপনার কাল্পনিক স্পেসিফিকেশনের সাথে মিলিয়ে আপনার কাঙ্গিত প্রোডাক্ট মিলিয়ে কিনবেন, হোক অনলাইন অথবা অফলাইনের কোনো শো-রুম।