AFFPILOT: একটি দুর্দান্ত কন্টেন্ট রাইটিং সফটওয়্যার

আমরা বর্তমানে অনেকেই চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লেখার চেষ্টা করি। তবে যাদের ইংরেজি নলেজ কম তাদের চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লিখতেও সমস্যা হয়। টাইটেল, সাব হেডিং, ইমেজ ইত্যাদি কীভাবে দিব সেটা নিয়ে অনেক ঝামেলা। 

কিন্তু কেমন হয় যদি আপনি শুধু কীওয়ার্ড ইনপুট দিলেন আর সেই কিওয়ার্ডের উপর পুরো ১৫০০ থেকে ২০০০ শব্দের আর্টিকেল রিলেভ্যান্ট ইমেজ সহ আপনার সাইটে পাবলিশ হয়ে গেলো?

তাহলে আপনার জন্য রয়েছে Affpilot

নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন এসেছে, এধরনের আরও অনেক এ আই কন্টেন্ট সফটওয়ার তো আছে, তাহলে কেন এফপাইলট ব্যবহার করব?

কেন এফপাইলট ব্যবহার করব?

আমার জন্য সবচেয়ে বড় যে সুবিধা মনে হয়েছে, সেটি হলো এটা বাংলাদেশি একজনের ডেভেলপ করা। আর আপনি বিকাশ/নগদ যেকোনো একটা ব্যবহার করে পে করতে পারবেন। এর আগেও আমি কয়েকটি সফটওয়ার যেমন, জার্ভিস, কাট্টেব বা কোয়ালা ব্যবহার করেছি। কিন্তু ডলার পে করতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। 

জার্ভিস, কাট্টেব বা কোয়ালার মত একই কোয়ালিটির সার্ভিস যদি বিকাশে পে করে নিতে পারি তাহলে কেন শুধু ডলার কেনার প্যারা নিব?

এছাড়াও আরও যে সুবিধা গুলো পাবেন-

১। ১০০০ টা কিওয়ার্ড ইনপুট দিয়ে স্টার্ট করবেন, এফপাইলট কন্টেন্ট জেনারেট করে ফেলবে। আপনার কোন টেনশন করার প্রয়োজন নেই।

২। আপনি ব্লগার বা ওয়ার্ডপ্রেস যাই ব্যবহার করেন না কেন কোন সমস্যা নেই। 

৩। কন্টেন্ট সরাসরি পাবলিশ করতে পারবেন, ড্রাফটে রাখতে পারবেন।

৪। আপনি ইচ্ছা করলে নিজের মত সাব হেডিং দিতে পারবেন, এফপাইলট সেভাবেই লিখে দেবে।

৫। প্রোডাক্ট রিভিউ বা ইনফো আর্টিকেল যেকোন ধরনের আর্টিকেল লিখতে পারবেন।

৬। জিপিটি-৩.৫ বা জিপিটি-৪ উভয় মুডেই লেখা যায়। তবে  জিপিটি-৪ এ ক্রেডিট বেশি ব্যয় হয়।

৭। আপনি চাইলে আপনার কম্পিটিটরের কিওয়ার্ড, আর্টিকেলের সাবহেডিং বা টাইটেলও স্ক্র্যাপ করতে পারবেন।

তাছাড়া এফপাইলট টিম খুবই হেল্পফুল। আপনি সব সময় তাকে নক দিয়ে হেল্প পাবেন। এমনকি তাকে কনভিন্স করতে পারলে বোনাস ক্রেডিটও পাওয়া যায়।

এফপাইলট দিয়ে লেখা কন্টেন্ট কি র‍্যাংক করে?

শর্টকাটে বললে বলব করে। যদি আপনি ঠিকঠাক কিওয়ার্ড রিসার্চ করতে পারেন তাহলে এফপাইলট দিয়েও র‍্যাংক করা সম্ভব। আমার একটি সাইটের বেশ কয়েকটি আর্টিক্যাল র‍্যাংকে আছে। নিচে সার্চ কন্সোলের স্ক্রিনশট দিলাম

এফপাইলট দিয়ে লেখা কন্টেন্ট কি র‍্যাংক করে?

এফপাইলট দিয়ে লেখা কন্টেন্ট কি ইন্ডেক্স হয়?

অবশ্যই হয়। আপনার সাইট নতুন হলে পরামর্শ দেব ইনস্টান্ট ইন্ডেক্সিং মেথড ব্যবহার করতে। তবে কন্টেন্ট পাবলিশ করে সার্চ কন্সোল থেকে ম্যানুয়ালি রিকোয়েস্ট দিলেও কন্টেন্ট ইন্ডেক্স হয়ে যায়। 

এফপাইলট দিয়ে লেখা কন্টেন্ট এর মান কেমন?

জিপিটি-৩.৫ দিয়ে লেখা রিভিউ বা প্রশ্ন টাইপের কন্টেন্ট গুলো ভালো। তবে অন্যান্য ইনফো টাইপের গুলো ততটা ভালো না। 

কিন্তু জিপিটি-৪ দিয়ে লেখা কন্টেন্ট গুলো প্রায় হিউম্যান রিটেন মনে হয়। এক কথায় দুর্দান্ত!

এফপাইলট দিয়ে লেখা কন্টেন্ট কি এডসেন্স/ইজোয়িক এপ্রুভাল দেয়?

অবশ্যি দেয়। আমি এফপাইলট সার্ভিস নিয়েছিলাম মূলত এডসেন্স এপ্রুভাল সার্ভিস দেয়ার জন্য। এপর্যন্ত ৪টা সাইটে এপ্রুভাল পেয়েছি। আপনিও পাবেন ইনশাআল্লাহ।

শেষ কথা

আপনার যদি বাল্ক কন্টেন্ট লাগে (৫০০-৬০০) তাহলে বলব চোখ বন্ধ করে এফপাইলট নিন। সার্ভিস ভালো। সাইট এডসেন্স বা ইজোয়িক এপ্রুভাল পেলে সেল করে দিবেন। আর যদি সাইট লং টার্মে রান করাতে চান তাহলে একটু এডিট করে নিলেই ভালো ট্রাফিক পাবেন আশা করি।