বেনজিনের সংযোজন বা যুত বিক্রিয়া বর্ণনা কর।
বেনজিনে হাইড্রোজেন সংযোগ বিক্রিয়া
প্রভাবক নিকেল চূর্ণের উপস্থিতিতে 200°C তাপমাত্রার প্রতি অণু বেনজিনে তিন অণু হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে সাইক্লোহেক্সেন উৎপন্ন হয়।
বেনজিনে হ্যালোজেন সংযোগ বিক্রিয়া
উজ্জ্বল সূর্যালোকে অথবা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে এক অণু বেনজিন তিন অণু ক্লোরিনের সাথে সংযোজিত হয়ে বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন উৎপন্ন করে থাকে। এটি তীব্র জীবাণুনাশক উপাদান।
বেনজিনে ওজোন সংযোগ বিক্রিয়া
কক্ষ তাপমাত্রায় তরল বেনজিনের মধ্যে ওজোন গ্যাস চালনা করলে প্রতি অণু বেনজিন তিন অণু ওজোনের সাথে সংযোজিত হয়ে বেনজিন ট্রাইওজোনাইড উৎপন্ন করে। বেনজিন ট্রাইওজোনাইডকে আর্দ্রবিশ্লেষণ করলে গ্লাইঅক্সাল ও হাইড্রোজেন পারঅক্সাইড পাওয়া যায়।
H2O2 তীব্র জারণ ধর্ম সম্পন্ন যৌগ হওয়ায় এক্ষেত্রে বিক্রিয়কস্থলে Zn চূর্ণ ব্যবহার করা হয়।
Zn + H2O2 = ZnO + H2O
বেনজিন অণুতে তিনটি দ্বিবন্ধন বর্তমান
বেনজিন অণুর উপরের প্রতিটি সংযোজন বিক্রিয়ায় তিন অনু করে হাইড্রোজেন, ক্লোরিন এবং ওজোন প্রয়োজন হয়েছে। প্রতিটি দ্বিবন্ধনের জন্য এক অনু হাইড্রোজেন, ক্লোরিন এবং ওজোন প্রয়োজন হয়েছে। সুতরাং বেনজিন অণুতে তিনটি দ্বিবন্ধন বর্তমান।