যুত বিক্রিয়া কি?
যে বিক্রিয়ায় একাধিক মৌল বা যৌগের অনু সরাসরি সংযোজিত হয়ে একটি মাত্র যৌগ গঠন করে তাকে যুত বা সংযোজন বিক্রিয়া বলে।
যেমন, অ্যালকিনের দ্বিবন্ধনে বিভিন্ন ধরনের ইলেক্ট্রন আকর্ষী বিকারক বা ইলেক্ট্রোফাইল যুক্ত হতে পারে, ফলে সম্পৃক্ত যৌগ গঠিত হয়-
যুত বিক্রিয়া দুই ধরনের হতে পারে-
১. ইলেক্ট্রোফিলিক বা ইলেক্ট্রনাকর্ষী যুত বিক্রিয়া
যে যুত বিক্রিয়ায় বিক্রিয়কের সাথে প্রথমে ইলেক্ট্রনাকর্ষী বিকারক যুক্ত হয় তাকে ইলেক্ট্রনাকর্ষী যুত বিক্রিয়া বলে।
কার্বন-কার্বন দ্বি এবং ত্রি বন্ধন যুক্ত যৌগ গুলো যেমন, অ্যালকিন এবং অ্যালকাইন সমূহ এই ধরনের ইলেক্ট্রোফিলিক যুত বা সংযোজন বিক্রিয়া দেয়। দ্বি ও ত্রি বন্ধন যুক্ত যৌগে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে ফলে ইলেক্ট্রোফাইল এদের সাথে যুক্ত হতে চায়।
২. নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া
যে যুত বিক্রিয়ায় বিক্রিয়কের সাথে প্রথমে কেন্দ্রাকর্ষী বিকারক যুক্ত হয় তাকে কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া বলে। কার্বোনাইল (-CO-) কার্যকরী গ্রুপ যুক্ত যৌগ গুলো, যেমন, অ্যালডিহাইড এবং কিটোন সমূহ এই ধরনের কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া দেয়।
একই ধরনের অন্যান্য প্রশ্ন –
ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক বিকারক এবং নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক বিকারক কি?