অ্যালকাইন-1 বা ইথাইন অম্লধর্মী হয় কেন?

অ্যালকাইন-1 এর ত্রিবন্ধনযুক্ত C পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ H-পরমাণু মৃদু অম্ল ধর্ম প্রকাশ করে। কারণ ইথেন, ইথিন ও ইথাইন -এ তিন শ্রেণির যৌগে C-পরমাণু যথাক্রমে sp3, sp2 ও sp সংকরিত হওয়ায় sp সৃষ্ট সংকর অরবিটালে s:p অনুপাত ক্রমান্বয়ে বেড়েছে যেমন, 1: 3, 1: 2 ও 1: 1 হয়েছে।

সংকর অরবিটালে s-অরবিটাল বৈশিষ্ট্য বেশি থাকলে সিগমা বন্ধন গঠনে ঐ অরবিটালের অধিক্রমণ বেশি ঘটে। তাই ইথাইন অণুতে কার্বন-কার্বন সিগমা বন্ধনে উভয় C-পরমাণুর নিউক্লিয়াস অধিকতর আকৃষ্ট হয়ে থাকে । তখন অ্যালকাইনের কার্বন-কার্বন ত্রিবন্ধন দূরত্ব (0.120 nm) অ্যালকিনের কার্বন-কার্বন দ্বিবন্ধন দূরত্ব (0.134nm) অপেক্ষা কম হয়।

অপরদিকে C-H সিগমা বন্ধনের ইলেকট্রন মেঘ ক্রমে C-পরমাণুর দিকে অ্যালকিনের চেয়ে অ্যালকাইনে অধিক আকৃষ্ট হয়ে পড়ে। অর্থাৎ অ্যালকাইন-1 এর C-H বন্ধন দুর্বল হয়ে পড়ায় তা ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য হয়। তাই ইথাইন ও অ্যালকাইন-1 মৃদু অম্লধর্মী হয়। তখন অ্যালকাইন-1 এর H পরমাণু Na ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয় ।

ইথাইন অম্লধর্মী হওয়ায় সোডিয়াম ধাতুর দ্বারা এর হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়।
ইথাইন অম্লধর্মী হওয়ায় সোডিয়াম ধাতুর দ্বারা এর হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়।

অ্যালকাইন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –

ইলেক্ট্রোফিলিক যুত বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকিন অপেক্ষা অ্যালকাইনের সক্রিয়তা কম কেন?

ইথিন থেকে ইথাইন প্রস্তুতি।