৫০০ টাকার মধ্যে ছেলে ও মেয়েদের সেরা কিছু পারফিউম !
কম দামি পারফিউম কি ভালো হবে? বেশীক্ষণ কি লাস্টিং করতে পারবে ? ফ্রেগনেন্স কেমন ?
বাজারে বিভিন্ন বাজেটের পারফিউম বিক্রি হয় বটে।কিন্তু কম দামি পারফিউম কেনার সময় অনেকের ভেতরে সামান্য দ্বিধা-দ্বন্দ্ব কাজ করে। কেননা কথায় আছে “সস্তার বারো অবস্থা”!আসলেই কি তাই? না !
যদি কিছু বিষয় থাকায় রেখে ,মনোযোগ সহকারে বাজারে পারফিউমের খোজ করা যায়,তাহলে স্বল্প বাজেটের ভেতরে কোয়ালিটি সম্পন্ন পারফিউম বাছাই করা সম্ভব।
নিম্নে ৫০০ টাকার ভেতরে বাজারের সেরা কিছু পারফিউম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো, সাথে ইউজার এক্সপেরিয়েন্স এবং ছোট্টো একটি রিভিউ!
Related post-১০০০ টাকার মধ্যে ছেলে এবং মেয়েদের জন্য সেরা পারফিউম!
ছেলেদের জন্য ৫০০ টাকার মধ্যে সেরা পারফিউম
Axe Signature Intense Body Perfume
ব্র্যান্ড | ইউনিলিভার |
অরিজিন | যুক্তরাজ্য |
ক্যাপাসিটি | ১২২ এম এল |
বটেল ম্যাটারিয়াল | প্লাস্টিক |
জেন্ডার | Male |
দাম | ৩৪০৳ |
ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ
অসাধারণ ফ্রেগনেন্স,তবে লাস্টিক করবে মাত্র ১-২ ঘন্টা,যদিও কাপড়ে গন্ধ লেগে থাকবে ২৪ ঘন্টারও বেশী সময়। সময়ের সাথে-সাথে সুগন্ধ উবে যেতে থাকে। ০% গ্যাস ,সম্পূর্ণটাই লিকুইড পারফিউম।বেশ এস্থেটিক একটি পারফিউম বটেল।
Red Secret For Men
ব্র্যান্ড | রেড সিক্রেট |
অরিজিন | সংযুক্ত আরব আমিরাত |
ক্যাপাসিটি | ১০০ এম এল |
বটেল ম্যাটারিয়াল | গ্লাস |
জেন্ডার | Male |
দাম | ৪০৭৳ |
ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ
রেড সিক্রেটের পারফিউম মানেই বিশেষ কিছু। বেশ ঝাঝালো একটি গন্ধ।বেশ সুইট-ডার্ক একটি ভাইব দেবে। শরীরে ব্যবহার করলে মনে হবে যেনো চামড়া চিরে শরীরের ভেতরে চলে যাচ্ছে। লাস্টিং করবে অনেকক্ষণ। প্রতিবার ব্যবহারে, ৩-৩.৫ ঘন্টার ডিসেন্ট লঞ্জিভিটি পাওয়া সম্ভব।
Related post-ছেলেদের বডি স্প্র । Best Body Spray for Men
Blue Bird Body Spray for Men/Women
ব্র্যান্ড | ব্লু বার্ড |
অরিজিন | চিন |
ক্যাপাসিটি | ১০০ এম এল |
বটেল ম্যাটারিয়াল | গ্লাস |
জেন্ডার | Male |
দাম | ১৭৯৳ |
ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ
লোয়েস্ট বাজেটের সেরা পারফিউম এটি।ব্যবহার করার সময় খুবই স্পাইসি একটি স্মেল বের হয়,তবে ধীরে ধীরে ফ্লাওয়ারী ফ্রেগনেন্স পাওয়া যায়। লঞ্জিভিটি প্রায় ১-১.৫ ঘন্টা,সুইটেবল স্কিনে বড়জোর ২ ঘন্টা লাস্টিং করে থাকে।বাজেট বিবেচনায় লঞ্জিভিটি নিয়ে কোনো অভিযোগ নেই।
মেয়েদের জন্য ৫০০ টাকার মধ্যে সেরা কিছু পারফিউম
Engage W2 Perfume Spray for Women
ব্র্যান্ড | Engage |
অরিজিন | ইত্যালি |
ক্যাপাসিটি | ১২০ এম এল |
বটেল ম্যাটারিয়াল | প্লাস্টিক |
জেন্ডার | Female |
দাম | ৩৬০৳ |
ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ
অনেক অ্যারোমেটিক স্মেল। রিফ্রেশিং এবং লাইট,তবে ফ্রেশনেসের ভেতরে কিছুটা ডেপথ আছে। মূহুর্তেই মন ভালো করে দেবে যে কারো। আর্দ্র মৌসুমে ব্যবহারের জন্য সেরা একটি পারফিউম। দু থেকে তিন ঘন্টা অনায়াসে লাস্টিং করবে।বাজেট বিবেচনায় ক্লাসিক একটি উইমেন পারফিউম।
Fog Paradise Fragrant Body Spray for Women
ব্র্যান্ড | Fogg |
অরিজিন | বার্সালোনা স্পেন |
ক্যাপাসিটি | ১২০ এম এল |
বটেল ম্যাটারিয়াল | প্লাস্টিক |
জেন্ডার | Female |
দাম | ৩৩০৳ |
ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ
অনেক ফ্রেশ একটি পারফিউম। সাধারণত যে সকল পারফিউমের অ্যারোমা ফ্রেশ হয়ে থাকে সেগুলোর লঞ্জিভিটি তুলনামূলক কম হয়, কিন্তু ফগের এই পারফিউমটির ক্ষেত্রে লং লাস্টিং লঞ্জিভিটি পাওয়া যায়। যদি সেটিকে সঠিক পদ্ধতিতে ব্যবহার করা যায়। এবং এর স্মেল বা ফ্রেগনেন্স অনেক দূর অবধি ছড়াতে সক্ষম। গোসলের পর শরীরের পালস পয়েন্টগুলোতে ব্যবহার করতে সেরা পারফর্ম্যান্স পাওয়া সম্ভব।
Cool Girl High Heels Perfume
ব্র্যান্ড | carolina herrera |
অরিজিন | ভেনেজুয়েলা |
ক্যাপাসিটি | ৪০ এম এল |
বটেল ম্যাটারিয়াল | গ্লাস |
জেন্ডার | Female |
দাম | ৪৯৭৳ |
ইউজার এক্সপেরিয়েন্স ও রিভিউঃ
যেমনটা কি আমরা সবাই জানি যে, carolina Herrera ইউনিক পারফিউম তৈরী করার জন্য বিশ্বব্যাপী পরিচিত। তারা তাদের পারফিউমের বোতলটি অসাধারণ এবং নান্দনিকভাবে ফিউশন করে। Carolina Herrera-এর এই পারফিউমটির বোতলের বেশ মেয়েদের হাই-হিল জুতোর মতো ! পারপেল গ্লাস দিয়ে এটি তৈরী করা হয়েছে। একই সাথে পারফিউমটির স্মেল বেশ ডার্ক এবং ডিপ। প্রাইজ বিবেচনায় লঞ্জিভিটি প্রায় অনেকক্ষন।আনুমানিক ৩ থেকে ৪ ঘন্টা। যদিও স্ট্রং স্মেল থাকবে ১.৫-২ ঘন্টা পর্যন্ত।
পারফিউম ব্যবহারের সময় কিছু ভুল-যা এড়িয়ে চলা উচিতঃ
- শুষ্কো শরীরে পাররফিউম ব্যবহার করা উচিত নয়, বা ব্যবহার করলেও তা বেশীক্ষন স্থায়ী হয়না। সে কারণে বিউটি স্পেশালিস্টরা গোসলের পর পারফিউম ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে। গোসল করা সম্ভব না হলে পারফিউম ব্যবহার করা যেতে পারে।
- বডি স্প্রে বা স্প্রে পারফিউম ব্যবহার করার সময় অল্প-অল্প করে ব্যবহার করা উচিত নয়,এতে পারফিউম খুব একটা লাস্টিং করে না।
- সুতি কাপড়ে পারফিউজ ব্যবহার করার ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। অনেকে কাপড়ে “নীল” ব্যবহার করে থাকেন,কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য। সদ্য “নীল” দেওয়া কাপড়ে পারফিউম ব্যবহার করা উচিত নয়। এতে করে কাপড়ে অনেক বড়-বড় দাগ বসে যায়।
- সেনসেটিভ স্কিনে কোনো অবস্থাতেই পারফিউম ব্যবহার করা উচিত নয়। ক্ষতস্থানে পারফিউম ব্যবহার করা উচিত নয়।