2d অরবিটাল সম্ভব নয় কেন?

যে কোন অরবিটালের সম্ভাব্যতা নির্ভর করে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর উপর। আবার, l এর মান 0 হলে s অরবিটাল, 1 হলে p অরবিটাল, 2 হলে d অরবিটাল হয়। এখন, 2d অরবিটালের ক্ষেত্রে,

n = 2

আমরা জানি, l = n-1

অতএব, l = 2-1 = 1

বা, l = 0, 1

যেহেতু, n=2 হলে l=2 হওয়া সম্ভব নয় সেহেতু 2d অরবিটাল সম্ভব নয়।

অরবিটাল সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-

আউফবাউ নীতি কি? পটাশিয়ামের ১৯ তম ইলেক্ট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন?

পলির বর্জন নীতি কি?

অর্ধপূর্ণ p অরবিটাল অধিক স্থিতিশীল কেন?