হাইব্রিডাইজেশন কি
কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটাল উৎপন্ন হাওয়ার প্রক্রিয়াকে সংকরণ, বা হাইব্রিডাইজেশন বলে। উৎপন্ন অরবিটালসমূহ সংকর বা হাইব্রিড অরবিটাল নামে পরিচিত।
সংকরণ বিভিন্ন প্রকার হতে পারে। যেমন- sp, sp2, sp3, sp3d বা sp3d2 ইত্যাদি।
আরও পড়ুন – sp2 হাইব্রিডাইজেশন কি? ইথিলিনের sp2 হাইব্রিডাইজেশন ব্যাখ্যা কর।