স্বল্পকালে স্থির ব্যয়ের উপাদানগুলো কী কী?
উত্তর: ফার্মের উৎপাদন বাড়লে, কমলে বা সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও ফার্মকে যেসব ব্যয় বহন করতেই হয় এবং যা কমবেশি করা যায় না তার সমষ্টিকে মোট স্থির ব্যয় বলে। স্বল্পকালে স্থির ব্যয়ের উপাদানগুলো হলো— কারখানার ভাড়া, অবচয় ব্যয়, দীর্ঘকালীন ঋণের সুদ, স্থায়ী কর্মচারীদের বেতন ইত্যাদি স্থির ব্যয়ের অন্তর্ভুক্ত।