স্বল্পকালে একটি ফার্মকে কী কী ধরনের ব্যয় নির্বাহ করতে হয়? ব্যাখ্যা কর।
উত্তর: স্বল্পকালে ফার্মকে দুই ধরনের ব্যয় বহন করতে হয়। যথা—
১. স্থির ব্যয় ও
২. পরিবর্তনীয় ব্যয় ।
স্থির উপকরণের জন্য স্বল্পকালে যে খরচ বহন করতে হয়, তাকে স্বল্পকালীন স্থির ব্যয় বলে। যেমন— কারখানা ভাড়া, অবচয় ব্যয়, দীর্ঘকালীন মূলধনের জন্য সুদ, স্থায়ী কর্মচারীদের বেতন, সম্পত্তির ওপর দেওয়া কর ইত্যাদি ।
যেসব উপকরণ পরিবর্তন করে উৎপাদন কার্য পরিচালনা করতে হয় সেসব উপকরণের জন্য যে খরচ হয় তাকে স্বল্পকালীন পরিবর্তনীয় ব্যয় বলে । যেমন— কাঁচামালের খরচ।