স্থির মাত্রাগত উৎপাদনের ধারণাটি ব্যাখ্যা কর।

উৎপাদনের সকল উপকরণ একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলে উৎপাদনও যদি একই অনুপাতে বৃদ্ধি পায় তাহলে তাকে স্থির মাত্রাগত উৎপাদন বলে। বিষয়টি ব্যাখ্যা করতে সম-উৎপাদন রেখা ব্যবহার করা হয়।