গড় স্থির ব্যয় কি শূন্য হতে পারে? ব্যাখ্যা দাও।
গড় স্থির ব্যয় শূন্য হতে পারে। স্থির ব্যয় বলতে আমরা বুঝি কোনো উৎপাদন প্রতিষ্ঠান স্বল্পমেয়াদে পণ্য উৎপাদনের জন্য সে সুস্পষ্ট স্থির ব্যয় এবং অব্যক্ত ব্যয় বহন করে তাদের সমষ্টিকে স্থির ব্যয় বলে। কিন্তু দীর্ঘকালে মোট ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে বোঝায়। তাই দীর্ঘকালে সবই পরিবর্তনশীল ব্যয় এবং গড় স্থির ব্যয় শূন্য হয় ।
স্থির ব্যয় সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-