স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ লিখ
স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য
- স্থায়ী টিস্যুর কোষগুলো সাধারণত বিভাজনে অক্ষম।
- জীবিত কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম।
- কোষগুলোর প্রাচীর অপেক্ষাকৃত ফুল অর্থাৎ বেশ পুরু।
- নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট এবং কোষের এক পাশে অবস্থান করে।
- টিস্যুতে দু’রকম কোষ থাকে-জীবিত ও মৃত।
- মৃত কোষ প্রোটোপ্লাজমবিহীন।
- কোষ গহ্বর অপেক্ষাকৃত বড়।
- কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়।
স্থায়ী টিস্যুর কাজ
- খাদ্য তৈরি।
- পানি ও খাদ্য পরিবহন।
- পানি ও খাদ্য সঞ্চয়।
- দৃঢ়তা প্রদান।