সোডিয়াম ফরমেট এর সংকেত কি?

সোডিয়াম ফরমেট হল ফরমিক এসিডের সোডিয়াম লবণ। এর সংকেত নিম্নরুপ-

H-COONa

পরীক্ষাগারে ফরমিক এসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ফরমেট তৈরি করা হয়।

HCOOH(aq) + NaOH(aq) = HCOONa(s) + H2O(l)

সোডিয়াম ফরমেট এর ব্যবহার

  1. সোডিয়াম ফরমেটকে বাফার দ্রবণ প্রস্তুতিতে ব্যবহার করা হয়।
  2. সুতা রঙ করার কাজে ব্যবহার করা হয়।

সম্পর্কিত প্রশ্ন-

অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা কর।

ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা কর।

বাফার ক্ষমতা কি?