সিউডো প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে?
যেসকল উচ্চ ক্রম বিক্রিয়া সমূহ (সাধারনত দ্বিতীয় ক্রম বিক্রিয়া) প্রথম ক্রম বিক্রিয়ার মত আচরণ করে তাদের সিউডো প্রথম ক্রম বিক্রিয়া বলে। প্রথম ক্রম বিক্রিয়ার মত আচরণ করার কারন হলো, কোন একটি বিক্রিয়ক অন্য বিক্রিয়কের তুলনায় উচ্চ ঘনমাত্রায় বিক্রিয়ায় উপস্থিত থাকে। উচ্চ ঘনমাত্রার কারনে এর ঘনমাত্রা প্রায় ধ্রুবক থাকে ফলে এটি প্রথম ক্রম বিক্রিয়ার ন্যায় আচরণ করে। যেমন, এস্টারের আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া একটি সিউডো প্রথম ক্রম বিক্রিয়া।
আরও পড়ুন-