সান্দ্রতার গুণাংক কি
স্থির তাপমাত্রায় কোনো তরলের প্রবাহের অভিমুখের লম্ব দিকে দুটি তরলস্তরের মধ্যে বেগের একক নতিমাত্রা বজায় রাখতে যে স্পর্শকীয় বল প্রতি একক ক্ষেত্রফলে প্রয়োগ করতে হয়, তাকে ঐ তাপমাত্রায় তরলটির সান্দ্রতার গুণাংক বলে।
আরও পড়ুন- সান্দ্রতা কাকে বলে