সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি
পর্যায় সারণির সর্বনিম্ন তড়িৎ ঋনাত্মক মৌল হলো সিজিয়াম (Cs)। পাউলিং স্কেলে এর মান 0.79। আমরা জানি যে পর্যায় সারণীর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে তরিৎ ঋনাত্মকতার মান হ্রাস পায়। আবার একই পর্যায়ের সর্বাপেক্ষা বামের মৌলের তড়িৎ ঋনাত্মকতা সবচেয়ে কম। সিজিয়াম গ্রুপ-I এর সর্বাপেক্ষা বামের এবং সবার নিচের মৌল হওয়ায় এর তড়িৎ ঋনাত্মকতা সবচেয়ে কম।