সর্বদা AC > AVC হয় কেন?

সর্বদা AC > AVC হয়। অর্থাৎ গড় ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয়ের তুলনায় বেশি হয়। স্বল্পকালে গড় ব্যয় (AC) = গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) + গড় স্থির ব্যয় (AFC)। এক্ষেত্রে AFC= 0 হতে পারে না। যেহেতু AFC ≠ 0 । সুতরাং গড় ব্যয় AC অবশ্যই গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) এর তুলনায় বড় হবে। তাই AC > AVC হয়।

গড় ব্যয় সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

গড় ব্যয় কি প্রান্তিক ব্যয়ের চেয়ে সবসময় বেশি হয়?

গড় স্থির ব্যয় কি শূন্য হতে পারে? ব্যাখ্যা দাও।

প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় কি একই ধারণা?