সমযোজী ব্যাসার্ধ কি
একক বন্ধনযুক্ত সমযোজী দ্বিপরমানুক মৌলের অনুর (H2, Cl2, Br2) ক্ষেত্রে অনুতে দুটি পরমাণুর নিউক্লিয়াসদ্বয়ের দূরত্বের অর্ধেককে ঐ মৌলের সমযোজী ব্যাসার্ধ বলে।
যেমন-H এর সমযোজী ব্যাসার্ধ = 0.074 /2 = 0.037 nm
যৌগের ক্ষেত্রে অণুস্থ দুটি ভিন্ন নিউক্লিয়াসদ্বয়ের দূরত্ব থেকে একটি পরমাণুর জানা সমযোজী ব্যাসার্ধ বিয়োগ করে অপর পরমাণুর সমযোজী ব্যাসার্ধ নির্ণয় করা হয়। যেমন- HCl এর ক্ষেত্রে, Cl পরমাণুর সমযোজী ব্যাসার্ধ = H -Cl বন্ধনের আন্তনিউক্লিয়ার দূরত্ব – H এর সমযোজী ব্যাসার্ধ = 0.136 – 0.037 = 0.099 nm