সন্নিবেশ সংখ্যা কি?
যে কটি সন্নিবেশ বন্ধন দ্বারা কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে লিগাণ্ড যুক্ত হয় তার সংখ্যাকে কেন্দ্রীয় ধাতব আয়নের সন্নিবেশ সংখ্যা বলে।
যেমন, Cu2+ আয়নের সঙ্গে চারটি অ্যামোনিয়া অণু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে যথাক্রমে টেট্রাঅ্যাম্মিন কিউপ্রিক জটিল আয়ন [Cu(NH3)4]2+ গঠন করে। এক্ষেত্রে Cu2+ আয়নের সঙ্গে চারটি সন্নিবেশ বন্ধন দ্বারা লিগান্ড NH3 এর চারটি অণু যুক্ত বলে Cu2+ আয়নের সন্নিবেশ সংখ্যা চার।
জটিল আয়ন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-