সন্নিবেশ বন্ধন কি?
সন্নিবেশ বন্ধন এক বিশেষ ধরনের সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন গঠনকালে দুটি পরমাণুর মধ্যে যে ইলেক্ট্রন জোড় শেয়ার হয় তা যদি উভয় পরমাণু থেকে না এসে একটিমাত্র পরমাণু সরবরাহ করে এবং উভয় পরমাণু তা সমানভাবে শেয়ার করে তাহলে তাকে সন্নিবেশ বন্ধন বা সন্নিবেশ সমযোজী বন্ধন বলে।
যেমন- টেট্রা অ্যাম্মিন কপার জটিল যৌগে অ্যামোনিয়া অনু এক জোড়া ইলেক্ট্রন দান করে। এই ইলেক্ট্রন জোড়া নাইট্রোজেন ও কপার উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে সন্নিবেশ বন্ধন গঠন করে।
আরও পড়ুন-