সঞ্চয়ের সাথে বিনিয়োগ কীভাবে সম্পর্কিত ব্যাখ্যা কর।

সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সম্পর্কযুক্ত। তবে এ সম্পর্ক কী ধরনের তা এককথায় প্রকাশ করা কঠিন। সাধারণভাবে বলা যায়, বিনিয়োগ সঞ্চয়ের ওপর নির্ভরশীল। কোনো সমাজ বা দেশে বেশি সঞ্চয় হলেই কেবল বেশি বিনিয়োগ সম্ভব। আবার বিনিয়োগ যত বেশি হবে মানুষের মাথাপিছু আয় তত বৃদ্ধি পাবে অর্থাৎ সঞ্জয় বৃদ্ধি পাবে। বিনিয়োগ ও সঞ্চয় এভাবেই একে অপরের ওপর নির্ভরশীল।

সঞ্চয় সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে- ধারণাটি বুঝিয়ে লেখ ।

মুদ্রাকে সঞ্চয়ের বাহন বলা হয় কেন?