সংকর অরবিটাল পাই বন্ধন গঠন করে না কেন?
পাই বন্ধন গঠনের জন্য অরবিটালসমূহকে সবসময় প্রথমে গঠিত সিগমা বন্ধনের সাথে লম্বালম্বি ভাবে থাকতে হয়। এর ফলে অরবিটাল সমূহ পাশাপাশি অধিক্রমন করে পাই বন্ধন গঠন করতে পারে। সংকর অরবিটালসমূহ চতুষতলকীয় (sp3), সমতলীয় (sp2) অথবা সরলরৈখিক হয় (sp)। ফলে এরা সবসময় সামনাসামনি অধিক্রমণ করতে পারে, পাশাপাশি বা আংশিক অধিক্রমণ করতে পারেনা। এজন্য সংকর অরবিটাল পাই বন্ধন গঠন করে না।
আরও পড়ুন-