শৈবালের অপকারী ভূমিকা (Harmful role of algae) বর্ণনা কর।
শৈবালের অপকারী দিক খুব বেশি নয়। কয়েকটি অপকারী ভূমিকা নিম্নে উল্লেখ করা হলো।
- ওয়াটার বুম (Water bloom) সৃষ্টিঃ পুকুর বা জলাধারে পুষ্টির পরিমাণ বেড়ে গেলে কিছু নীলাভ সবুজ শৈবালের (বর্তমানে সায়ানোব্যাকটেরিয়া) সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পায়, যাকে ওয়াটার ব্লুম বলে। এতে জলাধারের পানি দূষিত হয়, খাবার ও ব্যবহারের অনুপযোগী হয়। ঐ জলাধারের মাছ মরে যায়। Ocillatoria, Noster, Myers এ ধরনের শৈবাল। অবশ্য বর্তমানে এগুলোকে সায়ানোব্যাকটেরিয়া নামে অভিহিত করা হয়।
- উদ্ভিদের রোগ সৃষ্টি: Cephaleuros virescens নামক প্রভাতি চা, কফি, ম্যাগনোলিয়া শাছে রোগ সৃষ্টি করে। এতে চা এবং কফির ফলন কমে যায়।
- মাছের রোগ সৃষ্টি: কোনো কোনো শৈবাল (যেমন- Ordogenium-এর কোনো কোনো প্রজাতি) মাছের ফুলকা রোগ সৃষ্টি করে।
- স্থাপনার ক্ষতি: দেয়ালে শৈবালের অতিবৃদ্ধি দালানের বেশ ক্ষতি করে থাকে। ৫। রাস্তাঘাট পিচ্ছিলকরণ: পাকা নদীর ঘাট, পুকুর ঘাট, বাথরুমের মেঝ, পায়ে হাঁটার রাস্তায় জন্মানো নীলাভ সবুজ
- শৈবালের মিউসিলেজ আবরণ অত্যন্ত বিপদজনক হতে পারে। এতে পা পিছলে পড়ে অস্থিভাঙ্গা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।
শৈবাল সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-
শৈবালের অর্থনৈতিক গুরুত্ব (Economic Importance of Algae) বর্ণনা কর।