লবণ সেতু কি

দুইটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ সৃষ্টি এবং আয়নসমূহ চলাচল করার জন্য KCl, KNO3 বা NH4Cl ইত্যাদি লবণের দ্রবণ সংবলিত U আকৃতির যে নল ব্যবহার করা হয় তাকে লবণ সেতু বলে। লবণ সেতু দুই অর্ধকোষের মধ্যে আয়ন চলাচলে এবং সংযোগ সৃষ্টিতে সাহায্য করে। ফলে দুই অর্ধকোষের দ্রবণ গুলো মিশ্রিত হয় না।