মোলালিটি কি?

1kg ভরের দ্রাবকে কোনো দ্রবের দ্রবীভূত মোল সংখ্যাকে মোলালিটি বলে। মোলালিটিকে ‘m’ দ্বারা প্রকাশ করা হয়। আর এই দ্রবণকে মোলাল দ্রবণ বলে।

যদি 1000 g দ্রাবকে কোনো দ্রবের 1 mol দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে, তবে ঐ দ্রবণের মোলালিটি হবে 1।

যদি 1000 g দ্রাবকে কোনো দ্রবের x মোল দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে, তবে ঐ দ্রবণের মোলালিটি হবে x।

গাণিতিকরূপ: মনে করি, দ্রবণের এবং দ্রবণে দ্রবীভূত দ্রবের ওজন যথাক্রমে w1 ও w2 g।

সুতরাং দ্রাবকের ওজন (w1 – w2) g

সুতরাং (w1 – w2) g দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণ = w2g

এখন,

w2 g = w2/M মোল [M দ্রবের আণবিক ভর]

সুতরাং 1000 g দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা =

w2 x 1000/(w1 – w2) x M

সুতরাং, দ্রবণের মোলালিটি = দ্রবের ভর (g)/দ্রবের আণবিক ভর (g) x 1000 g/দ্রাবকের ভর (g) একক

মোলালিটির একক

দ্রবণের মোলালিটিকে mol kg-1 এককে প্রকাশ করা হয়।

মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল না

মোলালিটি দ্রাবকের ভরের সাথে সংশ্লিষ্ট। তাপমাত্রা পরিবর্তনে দ্রাবকের ভরের কোনো পরিবর্তন হয় না। তাই সব তাপমাত্রায় কোনো দ্রবণের মোলালিটি একই থাকবে। অতএব মোলালিটি তাপমাত্রার উপর নির্ভর করে না।