মোট জাতীয় আয় বলতে কী বোঝায়?
কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। মোট দেশজ উৎপাদনের সাথে নিট উপাদান আয় যোগ করে মোট জাতীয় আয় পাওয়া যায়। নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ থেকে ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এ দুইয়ের বিয়োগফলকে বোঝায়।
জাতীয় আয় সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-
জাতীয় আয় হিসাবের সময় কেবলমাত্র ‘চূড়ান্ত দ্রব্য’ অন্তর্ভুক্ত করা হয় কেন?