মোট আয় রেখা সবসময় ডানদিকে ঊর্ধ্বগামী হয় কি?

উত্তর: মোট আয় রেখা সবসময় ডানদিকে ঊর্ধ্বগামী হয় না। কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা তার দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক হলে তাকে তা নির্ধারিত দামেই বিক্রি করতে হয়। ফলে এ বাজারে মোট আয় রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয়। কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা বিক্রয় বাড়াতে গেলে তাকে দ্রব্যের দাম কমাতে হয়। ফলে বাজারে বিক্রয় বাড়ার সাথে সাথে তার মোট আয় ক্রমহ্রাসমান হারে বাড়ে। TR রেখা প্রথমে ডানদিকে ঊর্ধ্বগামী হলেও পরবর্তীতে নিম্নগামী হয় ।